Ishaa Saha Or Oindrila Sen May Vikram Chatterjee's Heroine

বাস্তব ঘটনা অবলম্বনে বিক্রমের নতুন ছবি! ইশা না ঐন্দ্রিলা, নায়কের বিপরীতে কে থাকতে পারেন?

আরও এক নায়িকার নাম শোনা যাচ্ছে। পরিচালক কাকে বেছে নেবেন, তা-ই নিয়ে চলছে গুঞ্জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৪:৪৮
Share:

ইশা সাহা না ঐন্দ্রিলা সেন, কে হবেন বিক্রম চট্টোপাধ্যায়ের জুটি? ছবি: ফেসবুক।

ছোটপর্দায় আবার ফিরছেন তাঁরা। জ়ি বাংলার (সোনার) একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই প্রথম সঞ্চালনা করবেন বিক্রম চট্টোপাধ্যায়-ঐন্দ্রিলা সেন। একটা সময় ধারাবাহিকে তাঁদের জুটিকে ‘সোনার জুটি’ আখ্যা দেওয়া হয়েছিল। বিক্রম-ঐন্দ্রিলা অভিনীত ‘সাতপাকে বাঁধা’ বা ‘ফাগুন বৌ’-এর মতো ধারাবাহিক এখনও চ্যানেলে পুনঃসম্প্রচার হলে দর্শক খুশিমনে দেখেন। খবর, সেই জুটি নাকি ফিরতে পারেন বড়পর্দাতেও!

Advertisement

টলিউড বলছে, এ বছর বিক্রমেরই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর তিনটি ছবি — ‘অমরসঙ্গী’, ‘রাস’, ও ‘মৃগয়া: দ্য হান্ট’। তিনটি ছবিতেই নায়ক তিনি। তিনটিই আলাদা ধরনের চরিত্রে। শোনা যাচ্ছে, এ বার তিনি নাকি পরিচালক জিৎ চক্রবর্তীর পছন্দ। নুসরত জাহান-যশ দাশগুপ্তের প্রযোজনায় ‘আড়ি’ ছবিটি পরিচালনা করেছিলেন জিৎ। এ বার তিনিও প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। পরিচালকের প্রথম প্রযোজনায় নাকি অভিনয় করবেন ‘পারিয়া’ ছবির নায়ক।

চর্চার আরও বাকি। এ-ও শোনা যাচ্ছে, বাস্তব ঘটনা অবলম্বনে প্রথম প্রযোজিত ছবি বানাতে চলেছেন জিৎ। শহরের এক বহুতলের বাসিন্দা শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি তৈরি হচ্ছে ছবির গল্প। সম্ভবত ওই অভিযুক্তের চরিত্রে দেখা যেতে পারে বিক্রমকে। তাঁর বিপরীতে পরিচালকের আপাতত পছন্দ তিন নায়িকা— ইশা সাহা, ঐন্দ্রিলা এবং দর্শনা বণিক। শেষ পর্যন্ত কে পাবেন চরিত্রটি, সেটাই দেখার। এ ছাড়াও দেখা যেতে পারে অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়-সহ এক ঝাঁক খ্যাতনামী অভিনেতাকে।

Advertisement

আপাতত চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। নায়িকা এখনও ঠিক হয়নি। এ বছরেই শুটিং শুরু করবেন পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement