পত্রিকার কাঁচি ‘বিকিনি বডি’-তে

‘উইমেনস হেলথ্‌ ম্যাগাজিন’-এ আর ‘বিকিনি বডি’ লেখা হবে না! তা যেন কল্পনাই করা যায় না। কিন্তু পাঠকদের ইচ্ছাকে তো স্বাগত জানাতেই হবে। পাঠকের ইচ্ছা অনুযায়ীই তাই উইমেনস্‌ হেল্‌থ ম্যাগাজিনের কভারে ‘বিকিনি বডি’ না রাখার সিদ্ধান্ত নিলেন ম্যাগাজিনের এডিটর ইন চিফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১৫:৩০
Share:

‘উইমেনস হেলথ্‌ ম্যাগাজিন’-এ আর ‘বিকিনি বডি’ লেখা হবে না! তা যেন কল্পনাই করা যায় না। কিন্তু পাঠকদের ইচ্ছাকে তো স্বাগত জানাতেই হবে। পাঠকের ইচ্ছা অনুযায়ীই তাই উইমেনস্‌ হেল্‌থ ম্যাগাজিনের কভারে ‘বিকিনি বডি’ না রাখার সিদ্ধান্ত নিলেন ম্যাগাজিনের এডিটর ইন চিফ।

Advertisement

পাঠকেরা কী ভাবে এই ম্যাগাজিনকে চায় তা জানতে ম্যাগাজিনের কর্তা একটি সমীক্ষা চালান। তিনি স্লিম, শ্রিঙ্ক, লিন, বিকিনি বডি —এই রকম কতগুলি শব্দকে বেছে নেন। এগুলোর মধ্যে কোন শব্দ পাঠক ম্যাগাজিনের কভারে দেখতে চান না তার একটা অন লাইনে ভোট নেন। তাতে দেখা যায়, বিকিনি বডি এবং ড্রপ টু সাইজ, এই দুটি শব্দই সর্বাধিক ভোট পেয়েছে। যথারীতি ম্যাগাজিনটির ২০১৬-র সংস্করণগুলিতে এই শব্দগুলি কভারে রাখা হচ্ছে না।

টলিউডের বিকিনি বডি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement