‘স্পাইডারম্যান’-এর নায়িকার নতুন ইনিংস?

সদ্য মুক্তি পেয়েছে উডি অ্যালেনের রহস্য-ছবি ‘ইর‌্যাশন্যাল ম্যান’। সম্প্রতি তাঁর নতুন ছবির নায়িকা এমা স্টোনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ৭৯ বছরের পরিচালক। উডি জানিয়েছেন, এমা এমনই একজন অভিনেত্রী যিনি নাচ, গান, অভিনয়— সব কিছুতেই সাবলীল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০০:০০
Share:

সদ্য মুক্তি পেয়েছে উডি অ্যালেনের রহস্য-ছবি ‘ইর‌্যাশন্যাল ম্যান’। সম্প্রতি তাঁর নতুন ছবির নায়িকা এমা স্টোনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ৭৯ বছরের পরিচালক। উডি জানিয়েছেন, এমা এমনই একজন অভিনেত্রী যিনি নাচ, গান, অভিনয়— সব কিছুতেই সাবলীল। সেই সঙ্গে এমা সুন্দরী, বুদ্ধিমতী। চিত্রনাট্য লিখতে লিখতে এমার কথাই বার বার মনে হয়েছে তাঁর। এর আগে এমা উডির ‘ম্যাজিক ইন দ্য মুনলাইট’-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন । নতুন ছবিতে এমার ভূমিকা বেশ জটিল। চরিত্রটি এমন এক তরুণীর, যে এক অধ্যাপকের সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়ে পড়ছে। উডির কথায়, এমার বিষয়ে ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর সঙ্গে একমত। সব মিলিয়ে ‘স্পাইডারম্যান’-এর নায়িকার নতুন ইনিংস শুরু হল কি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement