‘সুলতান’-এ সলমনকে দেখুন, চমকে যাবেন

হাল্কা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি। ‘সুলতান’-এ সলমনের লুক নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছিল। এ বার সেই ছবির ট্রেলর দেখে চমকে উঠলেন দর্শকরা। এই ছবিতে এক জন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৫:০৮
Share:

হাল্কা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি। ‘সুলতান’-এ সলমনের লুক নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছিল। এ বার সেই ছবির ট্রেলর দেখে চমকে উঠলেন দর্শকরা। এই ছবিতে এক জন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।

Advertisement

‘দঙ্গল’-এ আমির খানও এক জন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। ওই ছবিতে মহাবীর সিংহ ফোগটের চরিত্রে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। এ নিয়ে নাকি মনোমালিন্যও শুরু হয়েছে সলমন-আমিরের। কারণ কুস্তিগীরের চরিত্রে কে ভাল অভিনয় করলেন সে লড়াই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন, ‘সুলতান’ সেটে ভূত সামলালেন সলমন!

Advertisement

আপাতত কুস্তিগীর সলমনকে কেমন লাগছে দেখতে ভি়ডিওতে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement