Entertainment News

গণেশ চতুর্থীতে এত কিছু করল আরাধ্যা!

মেয়ে বড় হচ্ছে। এ বার একটু একটু করে তাকে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ঐশ্বর্যা রাই বচ্চন। তাই গণেশ চতুর্থীর দিন আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের একটি জনপ্রিয় পুজো মন্ডপে। সঙ্গে ছিলেন ঐশ্বর্যার মা বৃন্দা এবং ভাই আদিত্য রাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০১
Share:

মেয়ে বড় হচ্ছে। এ বার একটু একটু করে তাকে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ঐশ্বর্যা রাই বচ্চন। তাই গণেশ চতুর্থীর দিন আরাধ্যাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের একটি জনপ্রিয় পুজো মন্ডপে। সঙ্গে ছিলেন ঐশ্বর্যার মা বৃন্দা এবং ভাই আদিত্য রাই। মন্ডপে পৌঁছে আরতি করেন বচ্চন-বধূ। আরধ্যাও নাকি গণেশ বন্দনার মন্ত্র বলেছে।

Advertisement

সাদা সালোয়ার কামিজে ঐশ্বর্যা এবং হলুদ-গোলাপী ঘাগরা চোলিতে আরাধ্যার সাজের মধ্যেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। এর আগে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, পুরো গায়ত্রী মন্ত্র জানে আরধ্যা। এ বার গণেশ আরতিতেও মায়ের সঙ্গে সামিল হল জুনিয়র বচ্চন।

বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের কথায়, ‘‘আরাধ্যার এখন চার বছর বয়স। এক বছর আগে থেকেই ঐশ্বর্যা ওকে গণেশ বন্দনার মন্ত্র শিখিয়েছে। আরাধ্যা প্রায় পুরোটাই জানে এখন। এমনকী গণেশ চতুর্থীর আগে নানি বৃন্দা রাইয়ের সঙ্গে লাড্ডুও তৈরি করেছে।’’

Advertisement

সব মিলিয়ে পরিবারের কনিষ্ঠ সদস্যকে সব দিক থেকে পারদর্শী করতে তত্পর বচ্চনরা।

আরও পড়ুন ঐশ্বর্যার থেকে কেন চোখ ফেরাতে পারছিলেন না সলমন?

আরও পড়ুন ঐশ্বর্যার থেকে কেন চোখ ফেরাতে পারছিলেন না সলমন? ❤ ❤ (___________)

❤ ❤ (___________)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement