Yuzvendra Chahal

নৃত্যগুরু ধনশ্রী, বেতার সঞ্চালিকা মহবশের পর, যুজ়বেন্দ্রের জীবনে নতুন নারী, কে এই শেফালী?

সম্প্রতি যুজ়বেন্দ্রকে দেখা যায় শেফালী বগ্গার সঙ্গে। তার পরেই ক্রিকেটতারককে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভিডিয়ো বানান মহবশ। এ বার প্রকাশ্যে এল শেফালীর পরিচয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:০৬
Share:

যুজবেন্দ্রর জীবনে নতুন নারী শেফালী। ছবি: সংগৃহীত।

প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে বেতার সঞ্চালক মহবশের সঙ্গে নাম জড়িয়েছিল ক্রিকেটতারকা যুজ়বেন্দ্র চহলের। বেশ কয়েকটি জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁরা সমাজমাধ্যমে পরস্পরকে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, একটি ভিডিয়োর মাধ্যমে মহবশ আকারে ইঙ্গিতে যুজ়বেন্দ্রের উপর নিজের ক্ষোভও উগরে দিয়েছেন। সম্প্রতি যুজ়বেন্দ্রকে দেখা যাচ্ছে শেফালী বগ্গার সঙ্গে। তার পরেই ক্রিকেটতারককে নিয়ে ক্ষোভ প্রকাশের ভিডিয়োটি বানান মহবশ। এ বার প্রকাশ্যে এল শেফালীর পরিচয়।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে একটি নামী রেস্তরাঁর নীচে গাড়ি পার্কিংয়ে দেখা গিয়েছে যুজ়বেন্দ্র ও শেফালীকে। ক্রিকেটতারকার পরনে কালো শার্ট নীল ডেনিম, শেফালীর পরনে কালো শাড়ি। দু’জনকে একসঙ্গে দেখে ছবি তুলতে শুরু করেন আলোকচিত্রীরা। যদিও একসঙ্গে পোজ় না দিয়েই গাড়িতে উঠে যান যুজ়বেন্দ্র। ক্যামেরা দেখে মিটিমিটি হাসতে থাকেন শেফালী।

যুজ়বেন্দ্রের প্রথম স্ত্রী ছিলেন নৃত্যপ্রশিক্ষক, চর্চিত প্রেমিকা মহবশ বেতার সঞ্চালক, শেফালী টিভি সঞ্চালক। দিল্লির মেয়ে শেফালী কেরিয়ার শুরু করেন সাংবাদিক হিসেবে। তার পরে জাতীয় স্তরের একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। এ ছাড়া বর্তমানে তিনি নেটপ্রভাবী। যদিও দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন ‘বিগ বস্ ১৩’-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার পরে।

Advertisement

জানা গিয়েছে, প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির রয়েছে শেফালীর। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে যে জলঘোলা চলছে তাতে কোনও উচ্চবাচ্য করেননি শেফালী কিংবা যুজ়বেন্দ্র কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement