Sonakshi Sinha-Zaheer Iqbal

সোনাক্ষী মা হচ্ছেন! স্ত্রীর ‘স্ফীতোদর’ হাত দিয়ে স্পর্শ করে কোন বার্তা দিলেন জ়াহির ইকবাল?

বুধবার রাতে রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে গিয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির। এই দিনও অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের আনারকলি চুড়িদার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:১০
Share:

প্রকাশ্যে সোনাক্ষীর ‘স্ফীতোদর’ ছুঁলেন জ়াহির! ছবি: সংগৃহীত।

সোনাক্ষী সিন্‌হা কি অন্তঃসত্ত্বা? মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে তাঁকে দেখে এই প্রশ্নই তুলেছিলেন নেটাগরিক। ঢিলেঢালা অনারকলি চুড়িদার পরে স্বামী জ়াহির ইকবালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। বার বার নাকি স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন তিনি। সত্যিই কি সোনাক্ষী মা হতে চলেছেন? স্ত্রীর ‘স্ফীতোদর’ স্পর্শ করে প্রশ্নের জবাব দিলেন জ়াহির নিজেই।

Advertisement

বুধবার রাতে রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে গিয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির। এই দিনও অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের অনারকলি চুড়িদার। অনুষ্ঠানে প্রবেশ করতেই ছবিশিকারিদের ক্যামেরার দিকে এগিয়ে যান সোনাক্ষী। পিছন থেকে জ়াহির বলে ওঠেন, “সামলে হাঁটো”। এই শুনে প্রথমে অবাক হলেও, তার পরেই জোরে হেসে ওঠেন সোনাক্ষী। মজা করেই জ়াহিরকে মারেন সোনাক্ষী। এখানেই শেষ নয়। এর পরে সোনাক্ষীর উদর হাত দিয়ে স্পর্শ করে ছবি তুলতে যান জ়াহির। আবার হাসতে হাসতে তাঁকে মারেন সোনাক্ষী। শেষে জ়াহির বলেন, “আরে মজা করছি তো!”

তাহলে কি পুরোটাই রসিকতা? অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা একেবারেই মিথ্যে? ফের প্রশ্ন তোলেন নেটাগরিক। অনেকের মতে, অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় জ়াহির জল ঢেলে দিয়েছেন এ ভাবেই। কিন্তু নেটাগরিকের আর এক অংশের দাবি, হয়তো সত্যিই অন্তঃসত্ত্বা সোনাক্ষী। কিন্তু বিষয়টি তাঁরা গোপন রাখতে চান বলেই হেসে উড়িয়ে দেওয়ার ভান করছেন।

Advertisement

গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। বিয়ের কয়েক মাসের মাথাতেই ছড়িয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাঁকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।” তার পরে একাধিক বার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জ়াহির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement