‌‌zee bangla cinemas

মুখ্য চরিত্রে শ্রাবন্তী-বনি, ‘জি বাংলা সিনেমা’-র ছবি ‘আজব প্রেমের গল্প’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে

রোম্যান্টিক কমেডি ‘আজব প্রেমের গল্প’ মুক্তি পাবে আগামী বছরের গ্রীষ্মে। ছবির পরিচালক রাজা চন্দ। ছবির বাকি শিল্পীরা হলেন পল্লবী চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং টনি লাহা রায়।

Advertisement

নিজস্ব স‌ংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১২:৫০
Share:

‘আজব প্রেমের গল্প’ মুক্তি পাবে আগামী গ্রীষ্মে

‘জি বাংলা সিনেমা’-র ছবি এ বার মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবির নাম ‘আজব প্রেমের গল্প’। শ্রাবন্তী এবং বনি অভিনীত এই ছবির হাত ধরেই প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ-এর চৌকাঠ পার হবে তারা।

Advertisement

‘জি বাংলা সিনেমা অরিজিনালস’ এবং ‘শ্যাডো ফিল্মস’-এর সহযোগিতায় ‘জি বাংলা সিনেমা’-র রোম্যান্টিক কমেডি ‘আজব প্রেমের গল্প’ মুক্তি পাবে আগামী বছরের গ্রীষ্মে। ছবির পরিচালক রাজা চন্দ। ছবির বাকি শিল্পীরা হলেন পল্লবী চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং টনি লাহা রায়।

নানা স্বাদের ছবি নিয়ে ‘জি বাংলা সিনেমা অরিজিনালস’-এর পথ চলা শুরু ২০১৫-এ। গত চার বছরে ষাটটিরও বেশি নানা স্বাদের ছবি উপহার দিয়ে এসেছে তারা। নামীদের পাশাপাশি এটি নতুন পরিচালকদের কাছেও আত্মপ্রকাশের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

এই প্রথম জি বাংলা সিনেমা অরিজিনালস-এর ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে

সেইসঙ্গে কাজ করেছেন নবাগত চিত্রনাট্যকার, সঙ্গীতপরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। বিষয়বৈচিত্র্যের গুণে প্রথম থেকেই ছবিগুলি দর্শকমহলে সমাদৃত হয়েছে। তবে সেই ছবিগুলি প্রত্যেকটি মুক্তি পেয়েছিল টেলিভিশনের ছোট পর্দাতেই।

‘জি বাংলা সিনেমা অরিজিনালস’-এর পাঁচ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এ বার থিয়েট্রিকাল রিলিজ-এর সিদ্ধান্ত। বাকি সিনেমার মতো ‘আজব প্রেমের গল্প’-ও হলে প্রদর্শনের পরে দেখানো হবে টেলিভিশন চ্যানেলে। এই উদ্যোগের অতিথি-মঞ্চ হল সংস্থার ডিজিটাল মাধ্যম ‘জি ফাইভ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন