Zeenat Aman Biopic

জিনাত আমনের জীবনীচিত্রে কোন বিতর্কিত বাঙালি অভিনেত্রী?

দীর্ঘ দিন আড়ালেই ছিলেন জিনাত আমন। যদিও গত বছরই ফের সমাজমাধ্যমে সক্রিয় হয়েছেন এ বার তাঁর জীবনীচিত্রে বাঙালি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ১৬:৪৮
Share:

অভিনেত্রী জিনাত আমন। ছবি: সংগৃহীত।

জিনাত আমনের অভিনয়ে আসার ঘটনাটা বেশ চমকপ্রদ। তবে ইন্ডাস্ট্রিতে আসার পরে সহজাত প্রতিভায় স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন তিনি। এককালের সেক্স সিম্বলের মাদকতায় আচ্ছন্ন হয়েছেন অনেকেই। তবে অভিনয়ের বাইরে সংসারী হতে চেয়েছিলেন বরাবরই। যদিও ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা তাড়া করেছে তাঁকে। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা, বিতর্ক, জনপ্রিয়তা... সব মিলিয়ে তাঁর জীবনে মজুত সিনেমা তৈরির সমস্ত উপাদানই। মাঝে দীর্ঘ দিন আড়ালেই ছিলেন তিনি। যদিও গত বছরই ফের সমাজমাধ্যমে সক্রিয় হয়েছেন। অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়, এর মাঝেই জল্পনা অভিনেত্রীকে নিয়ে তৈরি হচ্ছে জীবনীচিত্র। উঠে এসেছে বিতর্কিত বাঙালি অভিনেত্রীর নাম।

Advertisement

পায়েল ঘোষ।

শোনা গিয়েছে পরিচালক রাজীব চৌধুরী এই ছবির মাধ্যমে জিনাতের জীবনের নানা অপ্রকাশিত অধ্যায় তুলে ধরবেন। রাজীবের এই ছবিতে জিনাতের ভূমিকায় দেখা যাবে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষকে। বছর দুয়েক আগে পরিচালক অনুরাগ কাশ্যপের নামে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। সেই সময় রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার পর বিভিন্ন সময় অনুরাগকে নিয়ে নানা মন্তব্য করেছেন, তবে বিশেষ ফল মেলেনি। ২০২৩-এর বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামির খেলা দেখে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন পায়েল। সেই নিয়ে খানিক জলঘোলাও হয়। এ বার এ হেন পায়েল জিনাতের জীবনীচিত্রতে। শোনা যাচ্ছে ছবির নাম হতে চলেছে ‘শক: দ্য ডাউট’। অভিনেত্রী হিসেবে বিশেষ যে নামডাক রয়েছে তেমন নয়। সে তুলনায় বিতর্কই বেশি পায়েলের জীবনে। স্বাভাবিক ভাবেই এটা বড় সুযোগ পায়েলের। তিনি জানিয়েছেন, এটা তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। জিনাত আমন বলিউডের সেই সব অভিনেত্রীর একজন, যিনি কখনও পুরোনো হতে পারেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement