farhan akhtar

Zoya Akhtar-Farhan Akhtar: আমি পরিচালক, তবু ফারহানকেই লোকে ‘বস্’ ভাবত ‘লাক বাই চান্স’-এর সেটে: জোয়া

ভাই অভিনেতা, দিদি পরিচালক। ফারহান আখতার এবং জোয়া আখতার। অথচ দিদির প্রথম ছবির সেটে নাকি ভাইকেই ‘বস’ ভাবতেন ক্যামেরাম্যান-সহ কলাকুশলীরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৭:০৬
Share:

জোয়া এবং ফারহান দু’জনেই সফল বলিউডে।

দু’জনেই তারকা। ভাই অভিনেতা-পরিচালক। দিদি পরিচালক। বলিউডে ফারহান আখতার এবং জোয়া আখতারের সাফল্যের রেকর্ডও ঈর্ষণীয়। কিন্তু ভাই আর দিদির মধ্যে কি পাঁচিল তুলে দাঁড়ায় রেষারেষিও? মুম্বই সংবাদমাধ্যমের কাছে জোয়ার এক মন্তব্যে কিন্তু ইঙ্গিত মিলেছিল তেমনটাই।

Advertisement

ফারহান বলিউডে পা রেখেছেন আগে। দিদি জোয়া কিছু দিন পরে। পরিচালক জোয়ার প্রথম ছবিতে নায়ক ছিলেন ফারহান। অভিনেতা তত দিনে তারকা। বরং তখনও জোয়াকে তেমন চেনে না বলিউড। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

এক সাক্ষাৎকারে জোয়া বলেন, ‘‘তখন ‘লাক বাই চান্স’-এর শ্যুট চলছে। আমি পরিচালক, এ দিকে প্রত্যেক শটের পরে ক্যামেরাম্যান যাচ্ছেন নায়ক ফারহানের কাছে। শট কেমন হয়েছে জানতে! ফারহানকেই লোকে তখন ‘বস’ ভাবত সেটে।’’

Advertisement

রাগ করেছিলেন জোয়া? জাভেদ আখতারের কন্যা বলেন, ‘‘আমি সেটে ঘোষণা করেছিলাম, আমার সঙ্গে কথা না বললে কাজ করা সম্ভব নয়। ওই ক্যামেরাম্যান আমায় বলেন, তুমি তো বোনের মতো। আমি সোজা বলি, বোন নই, আমি ওঁর বস!’’

সেই ক্যামেরাম্যানের সঙ্গেই পরে ভাল সম্পর্ক হয়ে যায় জোয়ার। হিট করে ছবিও। এর পরে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘গালি বয়’, ‘দিল ধড়কনে দো’-র মতো একের পর ছবি সোনা ফলিয়েছে তাঁর হাতে। ‘আর্চিজ’-এর হিন্দি সংস্করণ এবং ওটিটি সিরিজ ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় সিজন নিয়ে আপাতত ব্যস্ত জাভেদ-কন্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন