প্রতিকূলতা সত্ত্বেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আগামী ১৯-২৬ নভেম্বর শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে। আর্থিক প্রতিকূলতার মধ্যেও শিলিগুড়িতে ওই উৎসবের আয়োজন করতে উদ্যোগী সিনে সোসাইটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০২:৩৪
Share:

আগামী ১৯-২৬ নভেম্বর শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে। আর্থিক প্রতিকূলতার মধ্যেও শিলিগুড়িতে ওই উৎসবের আয়োজন করতে উদ্যোগী সিনে সোসাইটি। কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গ হিসাবে ১২টি দেশ থেকে এই চলচ্চিত্র উৎসবে ১৮টি ছবি দেখানো হচ্ছে। তার মধ্যে দেশের ছবি ছাড়া নিউজিল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, মেক্সিকো, ইরান, জার্মান, সুইডেন, ডেনমার্ক, নেপাল, মায়ানমার, বাংলাদেশের ছবিও থাকছে। এটি ১৬তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Advertisement

উদ্যোক্তা সংস্থার সভাপতি সঞ্জীবন দত্ত রায়, প্রদীপ নাগরা বলেন, ‘‘এ ধরনের উৎসব আয়োজনের ক্ষেত্রে আর্থিক সমস্যা রয়েছে। তবে চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে গেলে তা শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের হতাশ করবে। তাই আমরা উদ্যোগী হয়েছি।’’ প্রদীপবাবুরা জানান, আর্থিক প্রতিকূলতার মধ্যে থাকলেও প্রাক্তন কাউন্সিলর অরিন্দম মিত্রের মতো আরও অনেকে এগিয়ে আসায় এই উৎসবের আয়োজন সম্ভব হচ্ছে।

উদ্যোক্তারা জানান, সরকারের তরফে নিখরচায় দীনবন্ধু মঞ্চে উৎসবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সহযোগিতার হাত বাড়িয়েছে। তা ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবে আসা ছবিগুলি থেকে এখানে দেখানোর জন্য ১২টি ছবি পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু ছবি যেমন কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি বেছে দিয়েছে তেমনই কিছু শিলিগুড়ি সিনে সোসাইটির তরফে বাছা হয়েছে।

Advertisement

থাকছে নেপালি ছবি ‘বধশালা’। ‘অ্যাবভ আস অল’, ‘সানি বয়’-সহ নেদারল্যান্ডের তিনটি ছবি দেখানো হচ্ছে। থাকছে ডোমেনিকান রিপাব্লিকের ছবি ‘লাস্ট চাইল্ড’। দেখানো হবে মেক্সিকোর দু’টি ছবি ‘জুয়ানস অবসেশন’ এবং ‘ওয়েলকাম’। ইরানের ছবি ‘ওয়েট ড্রিম’। বাংলাদেশের ছবি ‘মেহেরজান’। ‘অ্যালাপেটিক ফেমিনাইন’ এবং ‘ডাঙ্কি স্কিন’ ছবি দু’টি ফ্রান্সে তৈরি। এ দেশের ছবিগুলির মধ্যে থাকছে ‘বাইসাইকেল কিক’, ‘ছোটি মোটি বাতে’। জার্মানির ছবি ‘সামথিং নেসেসারি’, সুইডেনের ‘অ্যাভালন’ এবং ‘সেক্স, ড্রাগস অ্যান্ড ট্যাক্সেশন’।

উদ্যোক্তারা জানান, প্রতিদিন বেলা ১টা, ৪টে এবং ৭টার সময় শো শুরু হবে। ২১ এবং ২২ নভেম্বর বার কাউন্সিলের অনুষ্ঠানের জন্য দীনবন্ধু মঞ্চ আগাম বরাদ্দ থাকায় ওই দিন রাতের শোতেই শুধু সিনেমা দেখানো হবে। টিকিটের মূল্য ৩০ টাকা এবং ২০ টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকার কথা উদ্বোধনী ছবি ‘ছোটি মোটি বাতে’ সলিল চৌধুরীকে স্মরণ করে তাঁর ৯০ তম জন্মদিনে সম্মান জানাতে উদ্বোধনে শুরুতে ১৫ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান রাখা হয়েছে। আরও তিনটি নতুন বাংলা ছবি দেখানোর কথা এই উৎসবে। ছবিগুলি এখনও কোথাও মুক্তি পায়নি বলে কর্মকর্তা প্রদীপ নাগ জানিয়েছেন। আর্থিক সমস্যার কারণে এ বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সিনেভাষ মুখপত্র প্রকাশ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন