পায়েল এ বার বলিউডে

নায়ক কুণাল খেমু। খবর দিচ্ছে আনন্দplusঅনেক দিন ধরেই কথা চলছিল। হ্যাঁ, পায়েল সরকার এ বার বলিউডের ছবি করছেন। কোনও এমনি-তেমনি চরিত্র নয়। একেবারে নায়িকা। তার বিপরীতে নায়ক কুণাল খেমু।

Advertisement
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০০:২৭
Share:

অনেক দিন ধরেই কথা চলছিল। হ্যাঁ, পায়েল সরকার এ বার বলিউডের ছবি করছেন। কোনও এমনি-তেমনি চরিত্র নয়। একেবারে নায়িকা। তার বিপরীতে নায়ক কুণাল খেমু।

Advertisement

“হ্যাঁ, আমি একটা হিন্দি ছবি সাইন করেছি। ছবির নাম ‘গুড্ডু কি গান’। আই অ্যাম ভেরি এক্সাইটেড,’’ খবরটা ফাইনালাইজ হওয়ার পরেই বলছিলেন পায়েল। ছবির পরিচালনা করছেন শান্তনু রায় ও শীর্ষক আনন্দ।

“আমার নায়ক এই ছবিতে কুণাল। তা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে কলকাতার অনেক নামীদামী শিল্পীদের দেখা যাবে, সেই কাস্টিংগুলো খুব শিগগির পাকা হয়ে যাবে,’’ বলছেন নায়িকা।

Advertisement

“এই অফারই আমার বলিউডে পা রাখার প্রথম ধাপ।
ইচ্ছে আছে খুব মন দিয়ে কাজটা করার”

পায়েল সরকার

মুম্বইতে অবশ্য এই প্রথম কাজ করছেন না পায়েল। এর আগে অনুরাগ বসুর টিভি-শো ‘লাভ স্টোরি’ এবং ‘লেডিস স্পেশাল’য়ে কাজ করেছিলেন তিনি।

‘‘হ্যাঁ, অনুরাগদা আমাকে সুযোগ দিয়েছিল। ওর সঙ্গে টেলিভিশনে কাজ করে আমার দারুণ লাগছিল কিন্তু মুম্বইতে টেলিভিশন জগত মানে কিন্তু বলিউড নয়। তাই হিন্দি ছবির এই প্রথম অফারই আমার কাছে সেই অর্থে বলিউডে পা রাখার প্রথম ধাপ। ইচ্ছে আছে খুব মন দিয়ে কাজটা করার,” বলেন পায়েল।

ছবির শ্যুটিং হবে কলকাতা এবং মুম্বইতে। শ্যুটিং শুরু মে মাসের প্রথম সপ্তাহ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement