সত্যি? বলিউডের সেলেব্রিটিদের দিয়ে নিজের ‘ফার্ম’ চাষ করাবেন সলমন খান?
সলমন কিন্তু কথাটা স্বীকার করছেন। বলছেন, এমনটা করে দেখাবেন তিনি! কী ভাবে, তার পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে!
তা, এতটা দুঃসাহসিক সিদ্ধান্ত তিনি নিচ্ছেন কী ভাবে?
সলমন খানের সময়টা যে ইদানীং ভাল যাচ্ছে, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পর পর প্রত্যেকটা ছবি হিট, ছোটপর্দাতেও উপচে পড়ছে তাঁর সাফল্য! ও দিকে সমাজকল্যাণমূলক কাজকর্ম তো আছেই! তার উপর আইন-আদালতও বলতে নেই, এই সময়টায় খুব একটা চোখ রাঙাচ্ছে না নায়ককে। তার জেরেই কি এ বার বলিউডের তাজের দিকে ধীরে ধীরে হাত বাড়াচ্ছেন তিনি? সব্বাইকে কোণঠাসা করে নিজের ‘ফার্ম’-এ আটকে চাষের কাজে লাগিয়ে দেবেন সলমন?
আসলে, এই ‘ফার্ম’ সলমনের নতুন রিয়্যালিটি শো! কোনও সংস্থার নয়, নায়কের নিজের রিয়্যালিটি শো। এই রিয়্যালিটি শো দিয়েই ছোটপর্দার প্রযোজনায় নামছেন সলমন।
কী হবে এই ‘ফার্ম’-এ?
সলমন জানাচ্ছেন, এই রিয়্যালিটি শো অনেকটা ‘বিগ বস’-এর আদলে তৈরি হতে চলেছে। তফাতের মধ্যে, একটা বাড়ির দমবন্ধ করা পরিবেশ নয়, গোটা একটা গ্রামের মধ্যে চলাফেরা করার সুযোগ পাবেন প্রতিযোগীরা। এই রিয়্যালিটি শো বলিউডের সেলেব্রিটিদের গ্রামীণ জীবনযাপনের স্বাদ এনে দেবে। তাঁরা চাষ করবেন, মন দেবেন পশুপালনে। শহরের কৃত্রিমতা ছাড়িয়ে দিন কয়েকের জন্য হলেও ফিরে যাবেন প্রকৃতির কাছে।
প্রশ্ন হল, বলিউডের সেলেব্রিটিরা তো আর চাষ করতে জানেন না! তা হলে কী ভাবে তাঁরা খেলবেন এই রিয়্যালিটি শো?
সলমনের জবাব, তার জন্য চাষীদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি, চাষীরা বেতনের বিনিময়ে কৃষিকাজ শেখাবেন বলিউডের সেলেব্রিটিদের। সলমন বলছেন, এ ভাবে বলিউডও দাঁড়াতে পারবে দেশের গরিব চাষিদের পাশে।
তবে, ঠিক কবে থেকে এই শো ছোটপর্দায় আসবে, কোন চ্যানেলে দেখানো হবে, কারা যোগ দেবেন প্রথম দফায়— সে সব কিছুই ঠিক হয়নি। পুরো ব্যাপারটাই রয়েছে পরিকল্পনার পর্যায়ে। আপাতত, সলমন শুধু আশ্বাস দিয়েছেন, ‘ফার্ম’ ছোটপর্দায় আসছেই!