Bengali Word Game 2025

মজার ছড়া থেকে বুদ্ধিদীপ্ত ধাঁধা, বাংলা ভাষাকে মজার ছলে তুলে ধরতে ফের হাজির শব্দ-জব্দ

উল্টোপাল্টা শব্দ, ছড়ার খেলা, শব্দের ধাঁধা— সবকিছুই মিশে আছে বাঙালির সাহিত্যে, সংস্কৃতিতে, এমনকি কথ্য ভাষাতেও।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:২২
Share:

প্রতীকী চিত্র।

বলো তো ‘কোন দেশে মাটি নাই?’ বা ‘কোন ফল খাওয়া যায় না?’

Advertisement

এই ধরনের প্রশ্ন শুনলেই ছেলেবেলাটা যেন চোখের সামনে ভেসে ওঠে— স্কুল ছুটির পরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ঠেলাওয়ালার গলায় ভেসে আসা ছড়া কিংবা পাড়ার খেলার মাঠে বন্ধুরা মিলে বাংলা শব্দের উল্টো মানে খুঁজে পাওয়ার খেলা।

উল্টোপাল্টা শব্দ, ছড়ার খেলা, শব্দের ধাঁধা— সবকিছুই মিশে আছে বাঙালির সাহিত্যে, সংস্কৃতিতে, এমনকি কথ্য ভাষাতেও। কোনও দিন সুকুমার রায়ের ছড়া, কোনও দিন মেঘদূতের ব্যাখ্যা, আবার কোনও দিন গল্পদাদুর বলা পুরনো কাহিনি— সব কিছুতেই এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে।

Advertisement

শব্দের জগতে ঢুকলে দেখা যায়, শব্দ কখনও শুধু তথ্য বহন করে না— সে মন এবং মস্তিষ্কের একটা যোগসূত্র তৈরি করে। একটা কবিতা, ছড়া বা ধাঁধা আমাদের শুধু বাংলা ভাষার ব্যাকরণ শেখায় না, শেখায় কী ভাবে চিন্তা করতে হয়। কী ভাবে শান দিতে হয় মগজাস্ত্রে। আসলে মাতৃভাষার প্রতিটি পরতে লুকিয়ে থাকে বুদ্ধির খেলাও।

আজকের প্রজন্ম মোবাইল আর স্ক্রিনে অভ্যস্ত হলেও, বাংলা ভাষার এই চিরন্তন ছন্দ তাদের মধ্যেও পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই। আর সেই দায়িত্বকেই সফল করতে প্রতি বছর আনন্দবাজার ডট কম আয়োজন করে শব্দ-জব্দ— শব্দের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ।

‘শব্দ-জব্দ ২০২৫’ আরও বড় পরিসরে। এই বছর অংশ নিচ্ছে —

  • রাজ্যের ১৫টি জেলা
  • অংশগ্রহণকারী ২৫০টির বেশি স্কুল
  • ৬০,০০০+ পড়ুয়া

এই প্রচেষ্টা সফল করতে পাশে আছেন—

প্রেজ়েন্টিং পার্টনার: ইআইআইএলএম, কলকাতা

পাওয়ার্ড বাই পার্টনারস: ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি

স্ন্যাকস পার্টনার: কিকু

ফুড পার্টনার: মনজিনিস

নলেজ পার্টনার: শব্দবাজি

‘শব্দ-জব্দ ২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন: https://www.anandabazar.com/events/shobdo-jobdo

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement