নিজস্ব চিত্র।
“অ, আ, ই, ঈ, উ, ঊ…”— এই অক্ষরগুলো শুনলেই একটা চেনা একটা ছবি ভেসে ওঠে। মেঝেতে বসে থাকা একটা ছোট্ট শিশু, সামনে খোলা ‘বর্ণপরিচয়’, আর পাশ থেকে মা বা ঠাকুমার গলা ভেসে আসছে— ‘এই তো, বর্ণপরিচয় শুরু হল!’
আজকের দিনে, যখন ছোটরা আইপ্যাডে অ্যালফাবেট শেখে, তখনও বহু ঘরে এখনও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সেই অমর পাঠ্যপুস্তক জায়গা করে রেখেছে নিজের মতো করে। কারণ ‘বর্ণপরিচয়’ শুধুমাত্র একটি বই নয়— ওটা একটা আবেগ, একটা ঐতিহ্য।
সময় বদলেছে, বইয়ের মলাটের রং বদলেছে, কিন্তু ভিতরের শব্দগুলোর ছন্দ, আজও অনেককে মাতৃভাষার সঙ্গে প্রথম আলাপ করিয়ে দেয়। এই বই-ই আমাদের শেখায়, ভাষা শুধু পড়ার জিনিস নয়— ওটা ভাবার, বলার, বোঝার, ভালোবাসারও।
এখন যদিও ডিজিটাল যুগে পড়ুয়ারা অনেক কিছুই মোবাইলে দেখে নেয়, তবুও বাংলা শেখার শুরুটা আজও অনেক ক্ষেত্রেই এই বইয়ের হাত ধরেই। কারণ ‘অ, আ’ থেকে শুরু হওয়া এই যাত্রাটাই গড়ে তোলে ভাষার সঙ্গে বাঙালির অদৃশ্য বন্ধন।
এই সম্পর্কটাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রতি বছর আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’ প্রতিযোগিতা— যেখানে বাংলা ভাষার মজা, শব্দের খেলা, আর স্মার্টনেসের পরীক্ষায় মেতে ওঠে শিক্ষার্থীরা।
‘শব্দ-জব্দ ২০২৫’ কী কী নিয়ে এল?
এই প্রয়াস সফল করতে পাশে আছে—
প্রেজ়েন্টিং পার্টনার: ইআইআইএলএম, কলকাতা
পাওয়ার্ড বাই পার্টনারস: ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি
স্ন্যাকস পার্টনার: কিকু
ফুড পার্টনার: মনজিনিস
নলেজ পার্টনার: শব্দবাজি
বাংলা ভাষা বেঁচে থাকুক ভালবাসায়। আগামী প্রজন্ম এই ভাষাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলুক। মজার ছলে সেই বার্তা নিয়ে ফিরেছে ‘শব্দ-জব্দ ২০২৫’।
‘শব্দ-জব্দ ২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন: https://www.anandabazar.com/events/shobdo-jobdo