‘শব্দ-জব্দ ২০২৫’। নিজস্ব চিত্র।
বছর ঘুরে আবারও মাতৃভাষার যাত্রায় মেধার উৎসব। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’ আবার ফিরে আসছে রাজ্যের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য, শব্দের দুনিয়া পেরিয়ে মাতৃভাষার শিকড়ে ফেরার এক দারুণ সুযোগ নিয়ে।
চতুর্থ বর্ষে পা দিল ‘শব্দ-জব্দ’। শব্দ আর মস্তিষ্কের টানটান প্রতিযোগিতায় উঠে আসবে বাংলার সেরা স্কুলের নাম। গত বছরেও অভূতপূর্ব সাড়া পাওয়ার পরে, ২০২৫-এ থাকছে আরও নতুন চমক, আরও বিস্ময়। রাজ্যের ১৫টি জেলা ও ২০০-রও বেশি স্কুল সাক্ষী থাকবে শব্দের এই অনন্য যুদ্ধে।
বাংলা ভাষার প্রতি ভালবাসা থেকেই জন্ম এই অভিনব উদ্যোগের। খেলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বাংলা শব্দ চেনার খেলাতেই অংশ নেয় না, একই সঙ্গে তাদের গড়ে ওঠে ভাষার প্রতি গভীর টান ও শ্রদ্ধা। ‘শব্দ-জব্দ ২০২৫’-এর মঞ্চ থেকেই বেছে নেওয়া হবে সেই সব প্রতিভা, যারা মাতৃভাষার ভার সামলাতে প্রস্তুত।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ এক নজরে:
প্রথম ধাপ: স্কুল রাউন্ড
এই পর্যায়ে শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই অংশ নিতে পারবে। প্রতিটি স্কুলে এই রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৫ জন শিক্ষার্থী বেছে নেওয়া হবে এবং সংশ্লিষ্ট স্কুলে তাদের নাম পাঠানো হবে। এরপর স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৩ জন প্রতিনিধিকে পাঠানো হবে পরবর্তী ধাপে।
দ্বিতীয় ধাপ: জেলা রাউন্ড
এই পর্যায়ে বাছাই করা স্কুলগুলি জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি জেলার একটি নির্ধারিত ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলাপ্রতিনিধি স্কুলগুলিকে এখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তৃতীয় ধাপ: গ্র্যান্ড ফিনালে, কলকাতা
এ বার কলকাতায় মুখোমুখি হবে প্রতিটি জেলার সেরা বাছাই করা স্কুল। বিভিন্ন রাউন্ডের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হবে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর সেরা তিনটি স্কুল।
এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী।
প্রেজ়েন্টিং পার্টনার: ইআইআইএলএম, কলকাতা
পাওয়ার্ড বাই পার্টনারস: ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি
স্ন্যাকস পার্টনার: কিকু
ফুড পার্টনার: মনজিনিস
নলেজ পার্টনার: শব্দবাজি
‘শব্দ-জব্দ ২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন: https://www.anandabazar.com/events/shobdo-jobdo