Allspice benefits

স্বাদে লবঙ্গ, দারচিনি, জায়ফল এর মিশেল! এই একটি মশলাতেই লুকিয়ে শীতের সর্দি-কাশির সমাধান

নামে চিনি থাকলেও দর্শনে তা নয়। বরং তাকে দেখতে অনেকটা গোলমরিচের মতো। আবার স্বাদে এতে লবঙ্গের ঝাঁঝ আছে, দারচিনির মিষ্টত্ব আছে, আর আছে জায়ফলের গন্ধ। এহেন মশলা শীতকালের সমস্যা মেটাতেও কার্যকরী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২৫
Share:

ছবি : সংগৃহীত।

রোজের রান্নায় এ মশলার ব্যবহার হয় না ঠিকই তবে এই মশলা বঙ্গে দুর্লভ নয়। বরং নাম অনেকেই শুনে থাকবেন। কাবাবচিনি।

Advertisement

নামে চিনি থাকলেও দর্শনে তা নয়। বরং তাকে দেখতে অনেকটা গোলমরিচের মতো। আর স্বাদে লবঙ্গ, দারচিনি আর জায়ফলের মিশেল। কারণ এতে লবঙ্গের ঝাঁঝ আছে, দারচিনির মিষ্টত্ব আছে, আর আছে জায়ফলের গন্ধ। এহেন মশলা শীতকালের সমস্যা মেটাতেও অত্যন্ত কার্যকরী বলে জানাচ্ছেন মুম্বইয়ের এক পুষ্টিবিদ ডিম্পল জাংরা। যিনি নিজের সমাজমাধ্যমের পাতায় মাঝে মধ্যেই নানা সমস্যার প্রাকৃতিক সমাধান জানিয়ে থাকেন।

ডিম্পল জানাচ্ছেন, শীতকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই সময়ে ঘরোয়া প্রতিকার হিসেবে কাবাবচিনি উপকারে লাগতে পারে। এটি শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি শীতকালীন নানা রোগ দূরে রাখতে সাহায্য করে।

Advertisement

১. বুক ও গলার কফ পরিষ্কার

শীতকালে বুকে কফ জমার সমস্যা নাজেহাল করে ছাড়তে পারে। অনেকেরই এ থেকে দীর্ঘস্থায়ী কাশির সমস্যা তৈরি হয়, যা গোটা শীতকাল জুড়েই ভোগাতে পারে। কাবাবচিনি এই সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। এটি শ্বাসনালী থেকে শ্লেষ্মা বা কফ বের করে দিয়ে ফুসফুসকে পরিষ্কার রাখে। এটি হালকা গরম জলের সঙ্গে ফুটিয়ে বা চায়ের মিশিয়ে খেলে ফুসফুস ও শ্বাসনালী পরিষ্কার থাকে।

২. গলাব্যথা ও খুসখুসে কাশি

ঠান্ডায় গলা বসে যাওয়া বা খুসখুসে কাশির সমস্যায় কাবাবচিনি দারুণ কাজ করে। ২-৩টি কাবাবচিনি দানা এবং সামান্য আদা দিয়ে চা তৈরি করে খেলে গলার প্রদাহ কমে এবং আরাম পাওয়া যায়।

৩. শরীর উষ্ণ রাখতে

কাবাবচিনি শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে। শীতকালে শরীরে এক ধরনের জবুথবু ভাব চেপে বসে। সেই আড়ষ্টতা কাটাতে এবং উদ্যমের জোগান দিতেও সাহায্য করে এই মশলা। রান্নায় এই মশলা ব্যবহার করলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

৪. সাইনাস ও মাথাব্যথা সারাতে

শীতে অনেক সময় সাইনাসের ব্যথা বাড়ে। কাবাবচিনির অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান প্রদাহ কমিয়ে সাইনাসের সমস্যা কমায়। এমনকি, ঠান্ডা লেগে হওয়া মাথাব্যথা দূর করতেও কার্যকরী।

৫. কণ্ঠস্বর পরিষ্কার করতে

ঠান্ডায় অনেকের কণ্ঠস্বর ভেঙে যায় বা গলা বসে যায়। তাঁরা যদি এক চিমটি কাবাবচিনি গুঁড়োর সঙ্গে সামান্য মধু মিশিয়ে চেটে খান, তবে কণ্ঠস্বর দ্রুত স্বাভাবিক হয়। সঙ্গীতশিল্পীরা এই টোটকা প্রায়ই ব্যবহার করবেন।

কী ভাবে খেতে পারেন?

কাবাবচিনি চা: ২ কাপ জলে ৩-৪টি কাবাবচিনি, ১টি লবঙ্গ এবং এক টুকরো আদা দিয়ে ফুটিয়ে ১ কাপ করুন। এরপর সামান্য মধু মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন। এটি শীতকালীন ঠান্ডা ও কাশির জন্য একটি চমৎকার প্রতিষেধক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement