Effect of Alcohol on Brain

মদ্যপান করলে ফেলে আসা শখ জাঁকিয়ে বসে অক্ষয় কুমারের মনে! তখন কী কী করেন তিনি?

মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই সতর্কবার্তা জেনেও নিয়মিত মদ্যপান করেন বহু মানুষ। সেই অভ্যাসজনিত নানা রোগেও ভোগেন। অক্ষয় জানিয়েছেন তিনি নিয়মিত মদ্যপান করেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:১৬
Share:

মদ্যপান করলে কী করেন অক্ষয়কুমার? ছবি : সংগৃহীত।

সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা। যোগাভ্যাসে দিন শুরু করা। মেপে খাওয়া। রুটিন ধরে কাজ করা— অভিনেতা অক্ষয় কুমারের এমন নানা অভ্যাসের কথা ভক্তসমাজে আলোচিত। তবে এ বার তিনি কথা বললেন তাঁর মদ্যপানের অভ্যাস নিয়ে। অক্ষয় জানালেন তিনি কখনও সখনও মদ্যপান করেন না তা নয়, তবে খেয়াল করে দেখেছেন, মদ্যপান করলেই অদ্ভুত সব কাজ করতে থাকেন তিনি।

Advertisement

মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই কথা জেনেও নিয়মিত মদ্যপান করেন বহু মানুষ। আর ফলস্বরূপ নানা রোগেও ভোগেন। অক্ষয় জানিয়ছেন তিনি নিয়মিত মদ্যপান করেন না। তবে, তিনি বলেছেন, ‘‘কখনও কোনও অনুষ্ঠান থাকলে, স্ত্রীর জন্মদিনের পার্টিতে কিংবা নিজের জন্মদিনের অনুষ্ঠানে আমি অল্প কিছুটা ওয়াইন খেয়ে নিই। কিন্তু আমি দেখেছি, আমি যত কমই ওয়াইন খাই না কেন, আমার তাতেই নেশা হয়ে যায়!’’ তবে নেশা হলে আর পাঁচটা মানুষ যা করে তিনি তা করেন না, জানিয়েছেন অভিনেতা।

নেশাগ্রস্ত অবস্থায় অক্ষয় কী করেন, তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘‘নেশা হলে কেউ নাচে, কেউ গান গায়, কেউ রেগে যায় এমনকি, কেউ কেউ পড়েও যায়। কিন্তু এর কোনওটিই আমার সঙ্গে হয় না। নেশা হলে আমি রান্না করি!’’

Advertisement

অক্ষয়কুমার তাঁর কর্মজীবন শুরু করেছিলেন এক জন রাঁধুনি হিসাবেই। বলিউডে কাজ করার আগে ব্যাঙ্ককে রান্নার কাজ করতেন তিনি। অক্ষয় সেই কথাই মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘‘নেশা হলে আমার মধ্যে সেই ফেলে আসা অক্ষয় ফিরে আসে, আমার অস্তিত্বের গোড়ার কথা মনে করিয়ে দেয়।’’

মদ্যপান কি এ ভাবে কারও স্মৃতি তাজা করে দিতে পারে? এক সাক্ষাৎকারে অক্ষয়ের এই বক্তব্যের উল্লেখ করে তার একটি কারণ ব্যাখ্যা করেছেন এক মনোবিদ। নেহা কদবম নামে মুম্বইয়ের ওই মনোবিদ বলছেন, ‘‘মদ মস্তিষ্কের আবেগের জায়গাটাকে নাড়া দিতে পারে। তাই মদ্যপান করলে অনেকেরই ফেলে আসা স্মৃতি, আঘাত কিংবা ভাল লাগা নতুন করে জেগে ওঠে। অক্ষয়ের ক্ষেত্রেও নিশ্চয়ই তা-ই হয়। হয়তো তিনি তাঁর সেইসব অনুভূতি নতুন করে পেতে চান। তাই রান্না করতে শুরু করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement