Dengue Virus

ডেঙ্গির মশা কি সকালেই কামড়ায়? দিনের কোন সময়ে বেশি সতর্ক থাকতে হবে?

ডেঙ্গির মশার উৎপাত ঠিক কখন থেকে শুরু হয়? কেউ বলেন ভোরের দিকে, কারও মত বিকেল-সন্ধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৬:২৭
Share:

ঠিক কোন সময়ে ডেঙ্গি মশা বেশি কামড়ায়? ছবি: ফ্রিপিক।

ডেঙ্গি নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে। এডিস মশা থেকে সাবধানে থাকতে রাতে মশারি টাঙিয়ে শোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি, ঘরবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও বলা হচ্ছে। কিন্তু কথা হল, ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস যেমন রাতের বেলাতেই বেশি সক্রিয় হয়, ডেঙ্গির মশার উৎপাত ঠিক কখন থেকে শুরু হয়? কেউ বলেন ভোরের দিকে, কারও মত বিকেল-সন্ধ্যায়। ডেঙ্গির মশার কামড় থেকে বাঁচতে হলে, মশার উপদ্রব ঠিক কখন শুরু হয়, তা জেনে সাবধান হওয়া জরুরি।

Advertisement

দিনের কোন কোন সময়ে সক্রিয় হয় ডেঙ্গির মশা?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, ভোর রাতের দিকেই ডেঙ্গির মশা বেশি সক্রিয় হয়ে ওঠে। আবার দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সময়ে বা কখনও সন্ধ্যার সময়ে ডেঙ্গির মশা বেশি কামড়ায়। তাই ওই সময়গুলিতে সতর্ক থাকতে হবে।

Advertisement

এডিস ইজিপ্টাই মশা ডেঙ্গি ভাইরাস (ডিইএনভি) বহন করে তাদের শরীরে। এই মশার মতিগতি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, এমনটাই জানিয়েছেন দেশের ‘ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজ়িজ় কন্ট্রোল’-এর গবেষকেরা। তাঁদের মতে, ম্যালেরিয়ার অ্যানোফিলিস মশা সময় ধরে চলে। তারা রাতের বেলাতেই বেশি উৎপাত করে থাকে। কিন্তু এডিস মশার সময়জ্ঞান নেই। দিনের যে কোনও সময়ে তারা হানা দিতে পারে। নির্দিষ্ট করে বলতে গেলে, সূর্যোদয়ের ঘণ্টা দুয়েক আগে ও সূর্যাস্তের ঘণ্টা দুয়েক পরে তাদের দেখা বেশি পাওয়া যায়। তবে যদি পরিবেশ অস্বাস্থ্যকর হয়, বাড়ির চারপাশে জমা জল, আবর্জনা বেশি থাকে, তা হলে দিনের যে কোনও সময়েই চুপিসারে তারা আক্রমণ শানাতে পারে।

পরীক্ষা করে দেখা গিয়েছে, দিনের আলোই বেশি পছন্দ ডেঙ্গির মশার। তাই আলো থাকতে থাকতেই তারা কার্যসিদ্ধি করে ফেলার চেষ্টা করে। আবার ঘরের ভিতর যদি অন্ধকার, স্যাঁতসেঁতে পরিবেশ হয়, তা হলে সেখানেও তারা ঘাপটি মেরে থাকে। স্যাঁতসেঁতে পরিবেশই এই মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ। আবার যেখানে জনবসতি বেশি, সেই জায়গাই তারা বেশি পছন্দ করে। বর্ষার সময়ে তাদের পোয়াবারো। ওই সময়ে মশার বংশ বাড়ে।

ডেঙ্গি থেকে বাঁচতে তাই পরিচ্ছন্নতায় যেমন নজর দিতে হবে, তেমনই পোশাকআশাকেও। এলাকায় মশার উৎপাত যদি বেশি হয়, তা হলে পুরো হাতাওয়ালা জামা এবং ট্রাউজ়ার পরা উচিত। হাত এবং পা ঢাকা থাকলে মশার কামড় থেকে রেহাই পাওয়া সম্ভব। শিশুদের সারা দিনই গা ঢাকা পোশাক পরিয়ে রাখতে হবে। বাড়িতে মশার উপদ্রব কমাতে অনেকেই বিভিন্ন ধরনের ধূপ এবং তেল ব্যবহার করেন। কিন্তু এই ধরনের জিনিসগুলির মধ্যে ক্ষতিকারক রাসায়নিক থাকে। তাই একান্ত ব্যবহার করতে হলে মশা নিরোধক উপাদান যেন ভেষজ হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। রাতে মশারি টাঙিয়ে ঘুমানো উচিত। ছোটদের ক্ষেত্রে দুপুরেও মশারি ব্যবহার করা উচিত। বাড়ির জানলায় নেট বসিয়ে রাখতে পারলে ভাল হয়। জ্বর তিন দিনের বেশি থাকলে এবং গায়ে র‌্যাশ বার হলে চিকিৎসকের কাছে যেতে হবে। ডেঙ্গির উপসর্গ সকলের ক্ষেত্রে এক রকম না-ও হতে পারে। তাই ফেলে রাখা ঠিক হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement