Olive Health Benefits

খুঁজে খুঁজে পিৎজ়া কিংবা পাস্তা থেকে জলপাইয়ের টুকরো ফেলে দেন? ক্ষতি হচ্ছে আপনারই

শুধু পিৎজ়া কেন, পাস্তা বা ইটালিয়ান কোনও স্যালাড খেলেও তার মধ্যে অলিভ দেওয়া দস্তুর। তবে এমন অনেকেই আছেন, যাঁদের জলপাই বা অলিভের স্বাদ ভাল লাগে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:৫৯
Share:

ইটালিয়ান খাবারে অলিভ দেওয়া দস্তুর। ছবি: সংগৃহীত।

কামড় দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে চিজ়!

Advertisement

ঘ্রাণ পাওয়া যাচ্ছে অলিভ অয়েল আর ক্যাপসিকামের। সঙ্গে টম্যাটো, পেঁয়াজও রয়েছে। ‘থিন ক্রাস্ট পিৎজ়া’র মধ্যে থাকা মিহি করে কাটা চিকেন সসেজের স্বাদও পাওয়া যাচ্ছে। কিন্তু! এই সুখে বাদ সাধছে অলিভের টুকরোগুলি।

শুধু পিৎজ়া কেন? পাস্তা বা ইটালিয়ান কোনও স্যালাড খেলেও তার মধ্যে অলিভ দেওয়া দস্তুর। তবে এমন অনেকেই আছেন, যাঁদের জলপাই বা অলিভের স্বাদ ভাল লাগে না। খাবার মুখে তোলার আগে খুঁজে খুঁজে সেগুলি ফেলে দেন। পুষ্টিবিদেরা বলছেন, অলিভ বা জলপাই খাওয়ার অনেক উপকার। যদিও রোজের সাধারণ রান্নায় অলিভ দেওয়ার চল নেই। তাই বলে পিৎজ়া বা পাস্তা থেকে তা ফেলে দেওয়ারও কোনও কারণ হয় না।

Advertisement

অলিভ বা জলপাই খেলে তা কোন উপকারে লাগবে?

১) হার্টের জন্য ভাল:

হার্টের জন্য জলপাই ভাল। এই ফলের মধ্যে রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট এবং পলিফেনলের মতো উপাদান। যা রক্তে ‘এলডিএল’ বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ২০২২ সালে ‘জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিয়োলজি’-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, প্রাণিজ ফ্যাট, যেমন মাখন, ঘি, ক্রিম বাদ দিয়ে যদি অলিভ অয়েল খাওয়া যায়, তা হলে হার্টের রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

২) ত্বকের জন্য ভাল:

অলিভ বা জলপাই হল অ্যান্টিঅক্সিড্যান্টের খনি! এই অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যার ফলে অক্সিডেটিভ স্ট্রেসও কমে। ২০০৯ সালে ‘ক্লিনিক্‌স ইন ডার্মাটোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অলিভ অয়েলের যথেষ্ট ভূমিকা রয়েছে।

৩) অন্ত্র ভাল রাখে:

জলপাইয়ে ফাইবারের পরিমাণ বেশি। অন্ত্র ভাল রাখতে সাহায্য করে এই ফলটি। অন্ত্র ভাল থাকলে যেমন বিপাকহার ভাল হয়, তেমন গোটা শরীরের কলকব্জাও সচল থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement