বেলগাছ এর প্রয়োজনীয়তা

বেলফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায়। যদি বেলফল চিনির সঙ্গে সেবন করা যায় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০১:১৭
Share:

বেলগাছের শারীরিক প্রয়োজন ও বেলগাছের ব্যাখ্যা।
বৈদিক শাস্ত্র মতে বেল গাছের ব্যাখ্যা
১। বেলগাছের তিনটি পাতা একত্রে থাকলে , তখনই তাকে একটি পূর্ণ বেলপাতা বলা হয়। এই তিনটি বেলপাতা হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।
২।এই তিনটি পাতাকে যথাক্রমে তিনটি চোখ বলা হয়।
৩।তিনটি পাতা যথাক্রমে – পূজা, স্তোত্র ও জ্ঞান।
৪।বেলডাল যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লায়াকে উপস্থাপনা করে।
৫।বেলপাতার সামনের অংশকে অমুর্যাম বলা হয়।
৬।যে কোনও পুজার ক্ষেত্রে যদি অসম্পূর্ণ বাঁ ফাটা ছেড়া বিল্ব পত্র অর্পণ করা হয় তাহলে পাপ করার সঙ্গে তুলনা করা হয়।
৭।বেলফলকে শ্রীফল বলেও জেনে থাকি। শিব পুজার একটি উত্তম উপাদান বেলপাতা।
শরীরের নানা প্রয়োজনে বেলগাছের ভুমিকা।
১। বেলফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায়।
২। হাই ব্লাড সুগার রোগে নিয়মিত বেলফল খাওয়া হয় তবে অনেকটা এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
৩।বেলফল ঠাণ্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়।
৪।বেলফল সরষের তেলের মিশ্রণে যদি কোনও ব্যাথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায়।
৫।বেলের গুঁড়ো যদি ক্ষত স্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয়।
৬।যদি বেলফল চিনির সঙ্গে সেবন করা যায় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন