বাড়ির প্রবেশদ্বার হিসাব করে লাগালে তবেই গৃহস্থের মঙ্গল

বাড়ির সিঁড়ি সবসময় পূর্ব দিক থেকে পশ্চিমে অথবা উত্তর দক্ষিনে উঠবে। গৃহে বা যে কোনও স্থানে সিঁড়ি দরজার মুখেই যেন না হয়। আবার বাইরের দিকে সিঁড়ি খুব একটা ভাল নয়।  

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০২:৫৮
Share:

প্রবেশদ্বারের, সিঁড়ি ও জানালা সব বাড়ির প্রধান একটি অঙ্গ। আপনার বাড়ি এক তলা, দু’তলা আবার বারো তলাও হতে পারে। বর্তমানে অনেক বাড়িতে লিফটের ব্যবস্থা করা আছে, কিন্তু সিঁড়ি বাদ দিয়ে বাড়ি করা অসম্ভব। অনুরূপ ভাবে জানালাও বাদ দিয়ে বাড়ি করা অসম্ভব। যেমনি বাড়ি হোক উপযুক্ত হাওয়া বাতাস চলাফেরার জন্য দরজা জানালা দরকার।

Advertisement

বাড়ির প্রবেশদ্বার দক্ষিন ও পূর্ব মুখী সব থেকে ভাল। এবং প্রবেশদ্বার একটু বড় মাপের করতে হয়, খুব ছোটো করতে নেই।

জানালা মেঝে থেকে কমপক্ষে তিন ফুট উঁচুতে বসাতে হবে, তার নিচে নয়। জানালা হবে উত্তর-পূর্বের পূর্ব দিকে, উত্তর-পশ্চিমের উত্তর দিকে, দক্ষিণ-পশ্চিমের দক্ষিন দিকে।

Advertisement

বাড়ির সিঁড়ি সবসময় পূর্ব দিক থেকে পশ্চিমে অথবা উত্তর দক্ষিনে উঠবে। গৃহে বা যে কোনও স্থানে সিঁড়ি দরজার মুখেই যেন না হয়। আবার বাইরের দিকে সিঁড়ি খুব একটা ভাল নয়।

বারান্দা উত্তর বা পূর্ব দিকে থাকলে ভাল হয়। ঘরের জানালা যদি উত্তর পূর্ব দিকে হয় তাহলে খুব ভাল হয়। গৃহে বা বাড়ির সীমানায় পাঁচিল দেওয়া অতি অবশ্যই প্রয়োজন। সীমানার পাঁচিল উত্তর-পূর্ব দিকে কিছুটা নিচু হবে, দক্ষিন-পশ্চিম দিকে উত্তর-পশ্চিমের তুলনায় দু’ থেকে তিন ফুট উচু হবে।

গৃহ নির্মাণ, ভুমি ক্রয়, ব্যবসা, আর্থিক লেনদেন, গৃহ প্রবেশ ইত্যাদি সব কিছুই গ্রহ নক্ষত্রের শুভাশুভের ওপর ফল নির্দিষ্ট হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement