Astrology

মঘা নক্ষত্রের মানুষদের সম্পর্কে জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে বিচার্য ২৭টি নক্ষত্রের মধ্যে মঘা সর্বাপেক্ষা উজ্জ্বলতম নক্ষত্র। মঘা শব্দের অর্থ হল শক্তিমান, উপকারী, মহান, উদার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দানশীল ব্যক্তি। নক্ষত্রটির প্রধান প্রতীক রাজ সিংহাসন। 

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:০০
Share:

জ্যোতিষশাস্ত্রে বিচার্য ২৭টি নক্ষত্রের মধ্যে মঘা সর্বাপেক্ষা উজ্জ্বলতম নক্ষত্র। মঘা শব্দের অর্থ হল শক্তিমান, উপকারী, মহান, উদার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দানশীল ব্যক্তি। নক্ষত্রটির প্রধান প্রতীক রাজ সিংহাসন।
অধিপতি গ্রহ
এই নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতুর প্রতীক হল একটি পতাকা। এই পতাকাটি নির্দেশ করে মহত্ত্ব ও যশ। পূর্বজন্মের কর্ম অনুসারে কেতু মঘা নক্ষত্রের মাধ্যমে বর্তমান জন্মে আমাদের ভোগ্য ক্ষমতা প্রদান করে।
অধিপতি দেবতা
মঘা নক্ষত্রের অধিপতি দেবতা পিতৃ-গণ অর্থাৎ পূর্বপুরুষ-গন। আমাদের অস্তিত্বের জন্য পূর্বপুরুষদের কাছে আমরা ঋণী। তাদের প্রতি কৃতজ্ঞতা সরূপ আমরা তাদের পুজো করি। পিতৃ-গণ পূর্বপুরুষদের ক্ষমতা ও গৌরবকে নির্দেশ করে।
চারিত্রিক বৈশিষ্ট্য
মঘা জাতক পুরুষানুক্রমিক উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব পরায়ণতা, ক্ষমতা, পারিবারিক গৌরব, শ্রদ্ধাবোধ, আধ্যাত্মিক নিষ্ঠা নির্দেশ করে। এরা বড় মনের মানুষ হয়। প্রিয়জনকে খুব ভালবাসে। এরা মানুষের মন জয় করার ক্ষমতা রাখে। মঘা জাতকের অন্তরাত্মা পবিত্র হয়। এদের বোধ-বুদ্ধি খুব প্রখর হয়।
পারিবারিক জীবন
এই জাতক জাতিকাদের পারিবারিক জীবন সুখের ও শান্তিময় হয়। সন্তানের সাথে সম্পর্ক খুব ভাল থাকে। এদের ছোটবেলা থেকে পরিবারের সকলের দায়িত্ব নিতে হয়। এদের সন্তান খুব অনুগত ও বাধ্য হয়।
বৃত্তি বা পেশা
মঘা জাতকের কর্ম জীবন খুবই একনিষ্ঠ, দৃঢ় এবং কঠোর পরিশ্রমী হয়। এদের জীবন দর্শন নির্দেশ করে “কর্মই ধর্ম”। এরা কাজ অনুপাতিক সাফল্য পায় না। এদের বৃত্তির মধ্যে নির্দেশ করে বড় বড় কারখানার কন্ট্রাক্টর, ঔষধ ও কেমিক্যাল প্রস্ততকারক, চিকিৎসা বিভাগ, অলঙ্কার নির্মাতা, সরকারি কোনও চাকুরী, নিরাপত্তা বিভাগ ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন