হঠাৎ কর্মহানির কারণ সম্পর্কে জেনে নিন

যখন কোনও অশুভ গ্রহের অন্তর্দশা চলছে এবং গোচরে লগ্ন, ষষ্ঠ, দশম ও একাদশে হয়তো কোনও অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তখন চাকুরী নিয়ে সমস্যা সৃষ্টি হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ০৫:০০
Share:

আমাদের অনেকের জীবনে এই ঘটনাটি ঘটে থাকে। খুব উচ্চপদে চাকুরী করতে করতে হঠাৎ করে কর্মহানি ঘটল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহের খুব ভাল দশা কালে হয়তো খুব ভাল একটা চাকুরী পাওয়া গেল। কিন্তু কখনও কখনও শুভ গ্রহের দশা চলা সত্বেও চাকুরী নিয়ে সমস্যা দেখা দেয়।
আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্র কী কথা বলছে -
• প্রথমত যখন কোনও অশুভ গ্রহের অন্তর্দশা চলছে এবং গোচরে লগ্ন, ষষ্ঠ, দশম ও একাদশে হয়তো কোনও অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তখন চাকুরী নিয়ে সমস্যা সৃষ্টি হয়।
• দ্বিতীয়ত জন্মছকে রবি যদি ভাল থাকে, তাহলে রবির দশায় ভাল চাকুরী পাবেন। কিন্তু যখন কোনও অশুভ গ্রহের অন্তর্দশা বা রবির শত্রু গ্রহের (যেমন শনি, রাহু, কেতু) অন্তর্দশা আসবে কিংবা কোনও অশুভ গ্রহ গোচরে থাকবে তখন চাকুরীতে সমস্যা সৃষ্টি হতে পারে।
কোন যোগের কারণে হঠাৎ চাকুরী চলে যেতে পারে জেনে নিন -
• মঙ্গল, শনি, কেতু ও অষ্টমপতির যদি অশুভ গ্রহের সঙ্গে কোনও যোগাযোগ থাকে তাহলে হঠাৎ করে চাকুরী চলে যেতে পারে।
• যাদের জন্মছকে শনি অশুভ তাদের শনির সাড়ে সাতি চলার সময়ে চাকুরী চলে যেতে পারে।
• রাহু ও কেতু যদি চতুর্থ ও দশমে অবস্থান করে তাহলে চাকুরীতে খুব খারাপ প্রভাব পরে।
• কেতু যদি দশমস্থানে থাকে তাহলে সেই জাতক প্রচণ্ড পরিশ্রম করলেও চাকুরীতে কোনও উন্নতি করতে পারে না।
• গোচরে রাহু এবং কেতুর দশম ভাবের প্রভাব চাকুরীর ক্ষেত্রে খুব খারাপ ফল দেয়।
• ধরা যাক শুভ গ্রহের দশায় আপনি একটা ভাল চাকুরী পেলেন, কিন্তু সেই দশা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। সেই ক্ষেত্রে সেই গ্রহের দশা শেষ হওয়া মাত্রই যদি কোনও অশুভ গ্রহের দশা শুরু হয় তাহলে চাকুরী চলে যেতে পারে।
যখন এই রকম অভিজ্ঞতা হবে তখন অবশ্যই কোনও জ্যোতিষীর পরামর্শ নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন