হাতের চতুষ্কোণ চিহ্ন দেখে জেনে নিন আপনার ভাগ্য

সাধারণত হাতে যে সকল চিহ্নগুলি থাকে সেগুলি হল চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, যব বা দ্বীপ চিহ্ন, ক্রশ চিহ্ন ইত্যাদি। আর এই চিহ্ন গুলিকে দেখে কোনও মানুষের ভাগ্য জানা সম্ভব।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০০:০০
Share:

সকলের হাতেই কমবেশি নানা ধরনের, নানা আকৃতির চিহ্ন থাকে। সাধারণত হাতে যে সকল চিহ্নগুলি থাকে সেগুলি হল চতুষ্কোণ চিহ্ন, তারা চিহ্ন, যব বা দ্বীপ চিহ্ন, ক্রশ চিহ্ন ইত্যাদি। আর এই চিহ্ন গুলিকে দেখে কোনও মানুষের ভাগ্য জানা সম্ভব। এক কথায় বলতে গেলে হাতের রেখার যেমন গুরুত্ব আছে, তেমনি গুরুত্ব আছে এই চিহ্ন গুলিরও। আসুন দেখে নেওয়া যাক এই চিহ্নগুলি থেকে কী জানা যায়।

Advertisement

চতুষ্কোণ চিহ্ন ঃ---

চতুষ্কোণ রেখাটি দেখতে আকষণীয় প্রকৃতির। এটির আকৃতি চার কোণ যুক্ত। যে জন্য একে চতুষ্কোণ চিহ্ন বলা হয়। এই চিহ্নটি হাতে থাকলে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেমনঃ---

Advertisement

১। এই চিহ্নটি যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে, তা হলে জাতক প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে থাকে।

২। রবির স্থানে চতুষ্কোণ চিহ্নটি থাকলে যশ প্রাপ্তি ও ধন উপার্জনের পথের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এর ফলে জাতক কর্মক্ষেত্রে জয়ী হয়।

৩। এই চিহ্নটি রাহু ক্ষেত্রে থাকলে জাতক কর্তব্যপরায়ণ, ত্যাগী, পরোপকারী ও দানশীল প্রকৃতির হয়। কিন্তু অনেক সময় এরা বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে থাকে।

৪। শনির ক্ষেত্রে এই চিহ্নটির মাঝখানে যদি একটি ছোট্ট লাল বিন্দু বা দাগ থাকে, তবে জাতক আগুনের হাত থেকে রক্ষা পায়।

৫। এটি বুধের স্থানে থাকলে শিক্ষা, বাণিজ্য, ধর্ম ও অর্থ উন্নতির পথের সমস্ত বাধা থেকে মুক্ত থাকা যায়।

৬। বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকা জাতকের পক্ষে শুভ। এটি থাকলে জাতক আশা পুরনের সময় কোনও রকম বাধার সম্মুখীন হয় না।

৭। শিরোরেখার উপর চতুষ্কোন চিহ্ন থাকলে মস্তকে আঘাত পাওয়া হাত থেকে রক্ষা পাওয়া যায়।

৮। আয়ুরেখার উপরে যদি চতুষ্কোন চিহ্নটি থাকে, তা হলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

৯। তবে হৃদয়রেখার উপরে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তা হলে প্রেমে অসাফল্যই নির্দেশ দেয়।

১০। ভাগ্যরেখায় এই চিহ্ন থাকলে আর্থিক বিপদ বা ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন