আপনার ভবিষ্যৎ বলে দেবে আপনার জন্মতারিখই

জন্মতারিখ ১৭ হলে , এরা খুবই উচ্চাকাঙ্খী হয়ে থাকে। তবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারলে এরা খুব সহজেই হতাশার মধ্যে চলে যায়।   এদের মধ্যে সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করার সাহসও দেখা যায়।   

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৭
Share:

জন্মতারিখ ১৭ হলেঃ-
১। সতেরো তারিখের জাতক-জাতিকারা ভীষনভাবে আধ্যাত্মিক হয়।
২। এরা মানসিক শান্তি পছন্দ করে।
৩। এদের যদিও জীবনের শুরুতে নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়, তবে চেষ্টা ও পরিশ্রমের দ্বারা এরা পেশাদারিত্বের জীবনে অনেক উচ্চস্থানে প্রতিষ্ঠিত হতে পারে।
৪। সতেরো সংখ্যাটির মধ্যে যথাক্রমে এক এবং সাত রয়েছে। এক হল সূর্যের প্রতীক ও সাত হল কেতুর প্রতীক। আবার এক এবং সাত যোগ করলে হয় আট, যা হল শনির প্রতীক। শনির কৃপা সতেরো সংখ্যার জাতক- জাতিকাদের সমস্ত রকম বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে।
৫। এদের বন্ধু নির্বাচন বা জীবনসঙ্গী নির্বাচনের আগে তাদের নিউমেরোলজি চার্ট দেখে নেওয়া অত্যন্ত জরুরি, না হলে জীবনে অশান্তি লেগেই থাকে।
৬। এরা মেধাবী হয়। বিদ্যা অর্জনের প্রতি এদের গভীর আগ্রহ দেখা যায়।
৭। এরা খুবই উচ্চাকাঙ্খী হয়ে থাকে। তবে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারলে এরা খুব সহজেই হতাশার মধ্যে চলে যায়।
৮। এদের মধ্যে সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করার সাহসও দেখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement