আপনার ভবিষ্যৎ বলে দেবে আপনার জন্মতারিখ

যেদিন আমরা জন্মগ্রহণ করি সেই দিনটির গুরুত্ব আমাদের জীবনে অসীম। আপনার জন্মতারিখ ‘১’ হলে জেনে নিন আপনার ভবিষ্যৎ

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০০:৫৮
Share:

যেদিন আমরা জন্মগ্রহণ করি সেই দিনটির গুরুত্ব আমাদের জীবনে অসীম। আপনার জন্মতারিখ ‘১’ হলে জেনে নিন আপনার ভবিষ্যৎঃ-
১। জীবন সম্পর্কে বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে এরা চলতে ভালোবাসে।
২। এরা খুবই অ্যাম্বিসাস ও স্বাধীনচেতা প্রকৃতির মানুষ।
৩। ছোট থেকেই এদের মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা দেখা যায়।
৪। এরা খুবই বাস্তববাদী।
৫। ব্যবসায়িক বুদ্ধি এদের প্রখর হয়।
৬। জীবনে সফল হওয়ার অনেক সুযোগ এদের আসে।
৭। সঠিক গাইডেন্স পেলে বড় ধরনের অর্গানাইজেশনকে এরা পরিচালনা করতে পারে।
৮। নিজের ব্যাপারে অন্যদের হস্তক্ষেপ এরা একেবারে পছন্দ করে না।
৯। এরা আবেগকে যুক্তির সাথে ট্যাকেল করে, অনুভব দিয়ে নয়।
১০। যে সমস্ত প্রফেশন এদের জন্য আদর্শ সেগুলো হল- বিজিনেস, টিচিং, কনসালটেন্সি, অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং ইত্যাদি।
১১। এরা অন্যদের ভীষণ ভালো মোটিভেট করতে পারে। দৃঢ়চেতা মনোভাব, ইচ্ছাশক্তি এদের সাফল্য লাভের মূলমন্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement