ভ্যালেন্টাইন্স ডে-তে রাশি অনুযায়ী উপহার দিয়ে প্রেমিকার মন জয় করে নিন

দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন উপহার দিলে প্রেমিকার মন জয় করা যেতে পারে সহজেই।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

উপহার দিতে বা উপহার পেতে আমরা সকলেই খুব পছন্দ করি। উপহারের মূল্য টাকা পয়সা দিয়ে মাপা যায় না।উপহার বেশি দামি হোক বা কম দামি, সেটা গ্রহণ করে আমরা সকলেই খুশি হই। আর উপহার যদি মনের মতো হয়, তা হলে খুশির সীমা আরও বেড়ে যায়। দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কোন উপহার দিলে প্রেমিকার মন জয় করা যেতে পারে সহজেই।

Advertisement

মেষ মেষ রাশির জাতিকারা সবথেকে ভালবাসে বেড়াতে যেতে। নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে তারা খুব পছন্দ করে। রাশি অনুযায়ী মনের মতো উপহার হবে ঘড়ি, আইপড বা গান শোনার যে কোনও জিনিস।

বৃষ এদের মনের মতো এবং সবথেকে পছন্দের হচ্ছে কেনাকাটা করা। শপিং করা এদের অত্যন্ত পছন্দের বিষয়। এই রাশির জাতিকারা একটু দামি জিনিস উপহার পেলে খুশি হয়। যেমন গয়না, জামা কাপড়। ফুলও খুব পছন্দ করে এরা।

Advertisement

খেলুন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কুইজ। এক শটে বলে দিতে পারেন, কোন সিনেমা এটা?

মিথুন মিথুন রাশির সবথেকে পছন্দের বিষয় গল্প করা। কোথাও বেড়াতে নিয়ে গেলেও খুশি হবে। মনের মতো উপহার হতে পারে ফোন।

কর্কট কর্কট রাশির জাতিকারা সংসারের প্রয়োজনীয় জিনিস উপহার দিলে খুব খুশি হয়। তবে পারফিউম খুব বেশি পছন্দের।

সিংহ সিংহ রাশির জাতিকারা পাল্টে পাল্টে জামা কাপড় পরতে খুব পছন্দ করে, তাই যে কোনও পোশাক উপহার দেওয়াই শ্রেয়। গয়নাও দেওয়া যেতে পারে।

কন্যা কন্যা রাশির জাতিকারা ফোটো ফ্রেম, বাঁধানো কোনও বড় ছবি, পারফিউম পেলে খুব খুশি হয়।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন’ডের ভোরবেলা পাখি দেখে জেনে ফেলা যায় স্বামী কেমন হবে

তুলা তুলা রাশির জাতিকারা ঘর সাজানোর জিনিস উপহার হিসাবে পেলে খুব খুশি হয়। তবে পুতুল এদের খুব বেশি পছন্দের।

বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতিকারা শপিং করতে ও বেড়াতে পারলে খুব খুশি হয়। তবে যে কোনও পোশাকও এদের দেওয়া যেতে পারে।

ধনু এই রাশির জাতিকাদের দূরে কোনও রোমান্টিক জায়গায় বেড়াতে নিয়ে গেলে খুশির অন্ত থাকে না। সাজগোজের জিনিস উপহার পেলে আনন্দ পায়।

আরও পড়ুন: সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে রাশির ভূমিকা (শেষ পর্ব)

মকর ফুলের তোড়া খুব বেশি পছন্দ করে। তবে সবথেকে পছন্দের বস্তু বই। এই রাশির জাতিকারা বই পড়তে খুব ভালবাসে।

কুম্ভ কুম্ভ রাশির জন্য সঠিক ছোটখাটো কোনও গয়না, শাড়ি। এদের সবথেকে পছন্দের উপহার যে কোনও খাদ্যদ্রব্য।

মীন এই রাশির জাতিকারা ঘর সংসারের জিনিস উপহার হিসাবে পেলে খুব আনন্দ পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement