Bhai Phota

Bhai Dooj 2021: শনিবার ভাইফোঁটা, জেনে নিন নির্ঘণ্ট

হিন্দুশাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে এলে বোন শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে সুভদ্রা মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ০৮:২৫
Share:

প্রতীকী চিত্র।

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’— বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় ভাইয়ের কপালে মঙ্গলটিকা বা ফোঁটা দানের পর ভাইকে মিষ্টিমুখ করানোর উৎসব ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। হিন্দুশাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে এলে বোন শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে সুভদ্রা মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দানের পর আশীর্বাদ, শুভেচ্ছা এবং উপহার বিনিময় যা ভাই বোনের সম্পর্কের মধুরতা বৃদ্ধি করে।

Advertisement

আগামী ৬ নভেম্বর শনিবার ভাইফোঁটা–

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

Advertisement

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ১৯ কার্তিক, শুক্রবার।

ইংরজি– ৫ নভেম্বর, শুক্রবার।

সময় – রাত ১১টা ১৬ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা– ২০ কার্তিক, শনিবার।

ইংরেজি– ৬ নভেম্বর, শনিবার।

সময় – রাত ৭টা ৪৫ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ১৮ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ৫ নভেম্বর, শুক্রবার।

সময়– রাত ১টা ১০ মিনিট ১৫ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা– ১৯ কার্তিক, শনিবার।

ইংরেজি– ৬ নভেম্বর, শনিবার।

সময়– রাত ১০টা ৫০ মিনিট ০৫ সেকেন্ড

শুভকর্ম সকাল ৭টা ১০ মিনিট ৩৪ সেকেন্ড থেকে ৩টে ২৯ মিনিট ৪০ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন