আজকের দিন– দক্ষতা থাকলেও অতিরিক্ত রাগ আপনাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাবে। আজ মনের কথা কাউকে বলে একটু শান্তি পাওয়া যাবে। পায়ে চোট লাগার আশঙ্কা রয়েছে। প্রতি দিনের জীবনযাপনের রুটিনের থেকে আজ একটু অন্য রকম মনে হবে। আত্মীয়স্বজনেরা আজ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিবারে হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে পেতে পারেন। ধর্মীয় ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন।
এই বছর- বছরের মধ্য ভাগে আর্থিক দিকে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। অপ্রয়োজনীয় চাপ নিতে যাবেন না। সন্তানদের লেখাপড়ায় বেশ অগ্রগতি থাকবে। বড় কোনও সম্পত্তি কিনতে পারেন। প্রতিবেশীরা একটু হিংসা করলেও, বিশেষ কোনও ক্ষতি করতে পারবে না। প্রিয় বন্ধুর বিয়ের খবর পেতে পারেন। ভাইবোনের সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ কাজের সমাধান হবে। স্ত্রীর সঙ্গে খুব ভাল মুহূর্ত কাটাতে পারবেন। সন্তানেরা কোনও বিষয়ে খুব বেশি আবদার করবে। বাবার শরীর নিয়ে একটু চিন্তার উদয় হতে পারে।
চরিত্র– এঁরা খুবই খুঁতখুঁতে প্রকৃতির হন, সব বিষয়ে সংশয় কাজ করে। এঁদের দাম্পত্যজীবন বেশ সুখের হয়। অন্যকে সাহায্য করায় এঁরা শান্তি খুঁজে পান। ব্যবসায় বেশি উন্নতি করতে পারে। ধার্মিক ভাব এঁদের মধ্যে খুব বেশি থাকে। নিজেদের মানুষের প্রতি দুর্বল হয়। যে কাজ এক বার ধরেন, সেটা শেষ করে তবেই দম নেন।