আজকের দিন- আপনার কাজে অন্যমনস্ক ভাব থাকবে, তাই ব্যবসায় ক্ষতি হতে পারে। অফিসে অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসার পরিবর্তনের সুযোগ আসবে। পারিবারিক ব্যবসা নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রেমের সম্পর্ক ছেদ হতে পারে। শেয়ার ব্যবসায় উন্নতির যোগ। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অপরের কথায় প্রভাবিত হয়ে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না।
এই বছর– এই বছর মানসিক এবং শারীরিক দিকে বেশ ভালই চাপ থাকবে, এই চাপ দ্রুত কমানোর চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আসলে অবশ্যই করুন। যে কোনও কাজ এই বছর খুব বিবেচনা করে করতে হবে। বড়দের সম্মান করতে হবে। আয় একটু কম হবে, তবে সঞ্চয় এরই মধ্যে থেকে করতে হবে। মায়ের শরীর নিয়ে যে চিন্তা ছিল তা মিটে যাবে। প্রতিবেশীদের উপকার নিতে হতে পারে। বিদ্যার্থীদের জন্য বছরটা বেশ শুভ পরিলক্ষিত হচ্ছে।
চরিত্র– এঁরা নিজের কাজ অন্যকে দিয়ে করাতে বেশ ভালবাসেন। স্বভাব-চরিত্র খুবই ভাল হয়। স্পষ্ট কথা বলতে এঁদের মুখে বাধে না। চাকরির জন্য বেশ ছোটবেলা থেকেই উদ্যোগ নেন। দায়িত্ব নিলে সেটা পালন করেন। সকলকে নিয়ে একসঙ্গে থাকতে পছন্দ করেন। অন্যের অসুবিধা বুঝে চলতে পারেন।