০৭ ডিসেম্বর ২০২৫

আজ জন্মদিন হলে ( ০৭ ডিসেম্বর ২০২৫ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৮
Share:

আজকের দিন– খুব দূরের ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। আজ সকাল থেকে বিবাদ কপালে জুটতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে। বাড়তি সমস্যা থেকে সাবধান থাকুন। সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে।

এই বছর- এ বছর আর্থিক বিষয় মধ্যম প্রকৃতির হতে পারে। ব্যবসার দিকে উন্নতির যোগ রয়েছে। জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধুমহলে সুনাম বাড়তে পারে। বিবাহের ব্যাপারে আলোচনা করতে পারেন। এই বছর আত্মীয়ের সঙ্গে বিবাদ। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে। চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি আসতে পারে।

চরিত্র– জাতক দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকেন। স্মৃতিশক্তি প্রখর, সহজে কিছু ভোলেন না। খুব বন্ধুবৎসল ও স্নেহশীল মানুষ। ধর্মজীবনে প্রবল উৎসাহ থাকে। সব সময় ঈশ্বরভক্তি পরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী হন। প্রায়ই উত্তরাধিকার সূত্রে আত্মীয়স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকেন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

১/৫

অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে।

পরিবার

৪/৫

পরিবারের সকলে আনন্দে থাকবেন।

সম্পর্ক

৩/৫

খুব বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা রয়েছে।

পেশা

২/৫

জীবিকা মধ্যম প্রকার থাকবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: