আজকের দিন– কোনও গোপন কথা অপরকে বলায় বিপদ ঘটতে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, তবে পরে মিটে যাবে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে, একটু বিশ্রাম প্রয়োজন। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।
এই বছর– এই বছর নিজের বুদ্ধির দ্বারা আয় বৃদ্ধি পেতে পারে। কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে। যাঁদের প্রেমের বিষয়ে দীর্ঘ দিন ঝামেলা হচ্ছিল, তাঁদের সেই দুশ্চিন্তা কেটে যাবে। কর্মে অতিরিক্ত চাপ বৃদ্ধির জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে একাধিক অতিথির আগমন হতে পারে। সামান্য আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আত্মীয়দের সাহায্য করতে হতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে। বছরের শেষের দিকে কোনও বিশেষ সুযোগ আসতে পারে। মা-বাবা আপনাকে যোগ্য সন্তান হিসাবে মনে করে তাঁদের সব জিনিসের ভার দিতে পারেন।
চরিত্র– এঁরা সব সময় আনন্দের সঙ্গে থাকতে ভালবাসেন। অশান্তি এঁদের ভীষণ বিরক্তির লাগে। সকলকে সব সময় সুপরামর্শ দেন। সব কাজ নিয়ে খুব ভাবনাচিন্তা করেন, তার পর এগোন। ইঞ্জিনিয়ারিং পড়লে খুব ভাল হবে। ব্যবসাক্ষেত্রটা খুব একটা ভাল হয় না। চিন্তাভাবনায় নতুনত্ব ভাব সর্বদা প্রকাশ পায়।