আজকের দিন– ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তা হবে, যার ফলে সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে ইচ্ছা করবে। বাড়ির সদস্যেরা মিলে কাছে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা হবে। বেশি চিন্তা শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বৈবাহিক জীবন খুব সুখে-শান্তিতে কাটবে। শরীরচর্চার জন্য দিনটা বেশ উপযুক্ত।
এই বছর- দাম্পত্যজীবনে সুখের সময়। ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। প্রেমে বিরহ আসতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। আগুন থেকে সাবধান থাকুন, শরীর নিয়ে দুর্ভোগ দেখা যাচ্ছে। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে। বছরের মধ্য ভাগে আর্থিক চাপ বাড়তে পারে।
চরিত্র– এঁরা একটু নিজের বিষয়ে চিন্তা করতে বেশি পছন্দ করেন। খুব সুখী হন। লেখাপড়ায় এঁরা বেশ ভাল হন। জীবনের লক্ষ্যে যত ক্ষণ না পৌঁছোতে পারেন, তত ক্ষণ শান্তি পান না। শরীর মাঝেমধ্যে খারাপ হয়। নতুন নতুন জিনিসের প্রতি খুব বেশি আগ্রহ থাকে।