আজকের দিন– আজ আপনার মেজাজ বেশ চড়া হয়ে থাকবে, সকলের সঙ্গে খুব বুঝে চলুন। প্রেমে খুব সুন্দর মুহূর্ত তৈরি হবে। কর্মজীবন নিয়ে চিন্তা আজ একটু আপনাকে তাড়িয়ে বেড়াবে, হতাশাগ্রস্ত হওয়া উচিত হবে না। সম্পত্তি নিয়ে বাড়িতে পুরনো বিবাদ মিটে যাবে। ঋণের বিষয়ে কথা বলার জন্য আজকের দিনটা খুবই শুভ। বাড়িতে পোষ্য কেনার জন্য আলোচনা হতে পারে। ঠাকুর-দেবতায় মনোনিবেশ করতে ইচ্ছা জাগবে।
এই বছর– এই বছর প্রাপ্তিযোগ খুব একটা ভাল দেখা যাচ্ছে না। ব্যয়ভারে নাজেহাল থাকতে হবে। কোনও নতুন কর্মের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল হবে। জ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, একটু সাবধানে থাকতে হবে। অনেক দিনের পুরনো ইচ্ছা এই বছর পূরণ হতে পারে। স্কুলশিক্ষকদের এই বছরটা বেশ ভালই দেখা যাচ্ছে। কোনও শুভ কাজে দেরি না করে, তাড়াতাড়ি করাই ভাল। একান্ত প্রয়োজন না হলে আজ ঋণ না নেওয়াই ভাল হবে। আপনার ব্যবস্থাপনায় সব কিছু ভাল চলবে।
চরিত্র– এঁরা খুবই সংবেদনশীল প্রকৃতির হন। কারও দুঃখ এঁরা সহ্য করতে পারেন না। খুব ছোট বয়সেই দ্রুত কী ভাবে টাকা উপার্জন করতে হয় সেই চিন্তা থাকে। কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারেন। ছোট বাচ্চা এঁদের খুব পছন্দের হয়। বাড়ির প্রত্যেক সদস্য এঁদের খুব ভালবাসেন। চাকরির থেকে ব্যবসায় বেশি মনোযোগ থাকে।