আজকের দিন– আত্মীয়দের সঙ্গে কোনও ব্যবসা করার কথায় রাজি হবেন না। স্ত্রীর কথায় সঙ্গ না দেওয়ায় অশান্তি হতে পারে। আর্থিক দিকে উন্নতি খুব একটা নেই। সময়ের সঙ্গে চলতে না পারলে, সমস্যা হতে পারে। আপনার পরিবারের মানুষেরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারে। দিনের শেষে সঞ্চয়ের মাত্রা সঠিক থাকবে। যে কোনও নতুন চুক্তি যে লাভজনক হবে তা নয়।
এই বছর– বছরের মধ্য ভাগে বেশ কয়েকটা ভাল কাজের সুযোগ পাবেন, নিজে দেখে-বুঝে তবেই এগোন। এই বছর বন্ধুর যোগ ভাল দেখা যাচ্ছে। শরীরের দিকে একটু বেশি নজরের প্রয়োজন। পরিবারের দিক থেকে অভিযোগ এই বছর শুনতে হবে না। গাড়ি চাপায় সতর্কতা বজায় রাখতে হবে। ভ্রমণের পরিকল্পনায় আপনার সন্তানেরা বেশ খুশি হয়ে যাবে। মায়ের শরীরের দিকে একটু চিন্তা থাকবে। শত্রুরা আপনাকে পরাজয় করতে সক্ষম হবে না। অফিসের কাজে গাফিলতি করতে যাবেন না। খাবারের দিকে একটু সংযত থাকলে ভাল হবে।
চরিত্র– এঁরা নিজের আবেগ গুটিয়ে রাখতে বেশ ভালই পারেন। কাউকে মনের কোনও গোপন বিষয় বলতে পছন্দ করেন না। ভালবাসার মানুষদের জন্য সব কিছু করতে রাজি থাকেন। ছোট বয়সেই নিজের চেষ্টায় বেশ ভালই টাকাপয়সার মালিক হন। খাদ্যরসিক স্বভাবের হয়ে থাকেন। ব্যবসায় বেশি আগ্রহী হন।