১১ নভেম্বর ২০২৫

আজ জন্মদিন হলে ( ১১ নভেম্বর ২০২৫ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১০:৫৬
Share:

আজকের দিন– আজ আপনার মেধার ক্ষমতা আপনাকে বহু দূর নিয়ে যাবে। পজ়িটিভ চিন্তা বজায় রাখতে পারলে সারা দিন কোনও সমস্যার সন্মুখীন হতে হবে না। শেয়ার বাজারে আজ টাকা লগ্নি করার জন্য খুব ভাল দিন। পরিবারের সদস্যদের মধ্যে আজ খুব ভাল সম্পর্ক বজায় থাকবে। যদি কোনও অসমাপ্ত গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘ দিন ধরে আটকে থাকে, তা হলে সেই কাজ আজ সেরে ফেলুন। কারও সঙ্গে তর্কে যাবেন না।

এই বছর– এই বছর আপনি কোনও বিষয়ে কারও সঙ্গে বেশি তর্কে যাবেন না। আপনার যে ব্যবসা পূর্বে চলছিল তাতে একটু মন্দা ভাব দেখা দেবে, তবে বছরের শেষের দিকে আবার ঠিক হয়ে যাবে। কারও বড় ভুল ক্ষমা করতে হবে। সন্তানদের জন্য বড় পদক্ষেপ নিতে হতে পারে। এই বছর ব্যবসার বিষয় যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খুবই ভাবনাচিন্তা করতে হবে। কবিদের জন্য এই বছরটা খুবই ভাল। গুরুজনের আশীর্বাদে সফলতা পাবেন। আপনার ঘনিষ্ঠ কেউ আপনার মঙ্গলের জন্য চিন্তা করবে।

চরিত্র– এঁরা খুবই বলবান হন। অন্যকে দিয়ে কী ভাবে কাজ করিয়ে নিতে হয় তা খুব ভাল জানেন। নতুন নতুন জিনিস পর্যবেক্ষন করতে ভালবাসেন। খুব একটা বিশ্রাম নিতে পছন্দ করেন না। নিজেদের মানুষের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসেন। জীবনে প্রচুর সুযোগ আসে, কিন্তু তা হাতছাড়া করে ফেলেন। তবে যে কাজে হাত দেন তা সফল করে তবে ছাড়েন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

আর্থিক দিকে বেশ ভালই হয়।

পরিবার

৪/৫

পরিবার নিয়ে সময় কাটাতে খুব বেশি পছন্দ করেন।

সম্পর্ক

৩/৫

ভাইয়ের উপর চোখ বন্ধ করে ভরসা করেন।

পেশা

৩/৫

ব্যবসার থেকে চাকরি বেশি পছন্দ করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: