আজকের দিন– কোনও গোপন কথা অপরকে বলায় বিপদ ঘটতে পারে। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, সহজে মিটিয়ে নিন। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।
এই বছর– দীর্ঘ প্রচেষ্টায় এই বছর আয় বৃদ্ধি পেতে পারে। কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে বার বার অতিথির আগমন হতে পারে। একটু অর্থাভাব দেখা দিতে পারে। বুদ্ধির ভুলের জন্য খারাপ কিছু ঘটতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে। যে কাজে বিপদ রয়েছে, সে রকম কাজ করতে যাবেন না।
চরিত্র– এঁরা খুবই শৌখিন প্রকৃতির হন। প্রত্যেক কাজ যত ক্ষণ না নিখুঁত হয়, শান্তি পান না। এঁরা লেখাপড়ায় যথেষ্ট ভাল হন। তবে সব ব্যাপার নিয়ে একটু সন্দেহ প্রকাশ করেন। ছোটবেলা থেকেই গম্ভীর থাকতে পছন্দ করেন। এঁদের বন্ধু খুব একটা থাকে না। আর্থিক উন্নতি বেশ ভালই থাকে। ব্যবসা হোক বা চাকরি, সবেতেই পারদর্শী হন।