আজকের দিন– মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরবাড়ির মানুষকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে, যার ফলে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন। দুপুরের পরে বাড়তি কোনও আয় হতে পারে।
এই বছর– ব্যবসার ক্ষেত্রে বছরটা ভাল যেতে পারে। ব্যবসায় নতুন চাহিদা বাড়বে। তবে পাওনা টাকা আদায় না হওয়ার যোগ দেখা যাচ্ছে। পুরনো মামলা নিয়ে আবার অশান্তি হতে পারে। দাম্পত্যকলহ বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত না দেওয়াই ভাল হবে। সারা বছর অর্থাভাবে কাটতে পারে। কর্মস্থানে বাধা আসবে। দূরে বাসরত কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সন্তান-স্থান ভাল।
চরিত্র- জাতকের স্বভাব-চরিত্র সহজে বোঝা যায় না। আইন এবং গণিতে এঁরা প্রায়ই পটু হয়ে থাকেন। ব্যবসাবাণিজ্যে উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি। সকলের জন্য চিন্তা করেন। মানসিক দ্বন্দ্বের জন্য প্রায়শই উন্নতি ব্যাহত হয়।