আজকের দিন- কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হবে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে। সকালবেলাতেই চমকে যাওয়ার মতো কোনও খবর পেতে পারেন। আলস্য কাটিয়ে উঠলে লাভবান হবেন। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।
এই বছর- অর্থভাগ্য মোটের উপর ভাল থাকবে। যাঁরা সম্পদ কেনাবেচা করেন, তাঁরা ভাল ফল পেতে পারেন। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্র খুব ভাল থাকবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে পাঠরত ব্যক্তিরা ভাল ফল পাওয়ার আশা রাখতে পারেন। অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে।
চরিত্র- এঁদের স্মৃতিশক্তি প্রখর, সহজে কোনও কিছু ভোলেন না। খুব বন্ধুবৎসল ও স্নেহশীল মানুষ। ধর্ম নিয়ে প্রবল উৎসাহ থাকে। ঈশ্বরভক্তিপরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী হন। প্রায়শই উত্তরাধিকার সূত্রে আত্মীয়স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকেন। এঁরা ব্যবসায় বেশ উদ্যোগী হয়ে থাকেন।