আজকের দিন- খুব ভাল বিনোদনের সুযোগ পাবেন। শারীরিক খুব একটা সমস্যা না থাকলেও, বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আয়-ব্যয় সমান বলা যাবে না, তবে ব্যয় তুলনামূলক কম থাকবে। স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে সংসারে অশান্তি হতে পারে। বোনের সঙ্গে বিশেষ কোনও তর্কে যাবেন না। শ্বশুরবাড়ির থেকে কোনও উপহার পেতে পারেন। বাবার কারণে অর্থ খরচ হতে পারে।
এই বছর– এই বছর ভাগ্য অনুকূলে থাকলেও, মনে বিষাদ ভাব থেকেই যাবে। কোমরের নীচের অংশে হঠাৎ করে কোনও রোগ দেখা দিতে পারে। শত্রুরা আপনাকে পরাজিত করতে পারবে না, জয় আপনারই নিশ্চিত থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে এই বছর ঝগড়া লেগে থাকতে পারে, সে দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আর্থিক দিকে খরচ কমিয়ে রাখতে পারলে যথেষ্ট সঞ্চয় হওয়ার আশা রাখতে পারেন।
চরিত্র– এঁদের একগুয়েমি স্বভাব খুব বেশি থাকে। যার ফলে একে একে সব সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি স্বভাবের পরিবর্তন হয়, তা হলে এঁরা খুব ভাল এক জন মানুষ হন। প্রথম জীবনে উন্নতিতে কিছুটা বাধা থাকে, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আর্থিক দিকটা মোটামুটি হয়। চাকরি করতেই বেশি পছন্দ করেন।