আজকের দিন- দীর্ঘ দিনের কোনও প্রচেষ্টার ফল পেতে পারেন। মায়ের কাজের জন্য কোনও সরকারি জায়গায় যেতে হতে পারে। কাউকে দামি উপহার দেওয়ার জন্য বড় ধরনের খরচ হতে পারে। কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে। লেখাপড়ার জন্য মানসিক দিকটা শক্ত করতে হবে। আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করতে পারলে খুব ভাল হবে। প্রেমের দিকে চাপ থাকলেও তা কেটে যাবে। সন্তানদের জন্য সুখবর পেতে পারেন।
এই বছর- পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। কর্মে কোনও ভাবেই ফাঁকি দেওয়া যাবে না, বরং কাজে বেশি মনোযোগ দিলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সন্তানদের জন্য কিছু করতে হতে পারে। ব্যবসায় তুলনামূলক লাভ দেখতে পাওয়া যাবে। শরীর নিয়ে ছোটখাটো চিন্তা থাকবে। বাবার সাহায্য এবং বুদ্ধিতে ব্যবসায় ভাল ফল পাবেন। সন্তানদের লেখাপড়ার জন্য আর্থিক চাপ বাড়তে পারে। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
চরিত্র- এঁরা আইন নিয়ে পড়লে অনেক দূর এগোতে পারবেন। ব্যবসা-বাণিজ্যেও উন্নতি করেন। সকলের জন্য চিন্তা করলেও স্বার্থ বুঝে নিতে বেশ পটু। মানসিক দ্বন্দ্বের জন্য প্রায়শই উন্নতি ব্যাহত হয়। ভাই-বোনের মধ্যে এঁদের খুব মিলমিশ থাকে। ঈশ্বরে ভক্তি হয় প্রবল। মায়ের প্রতি এঁদের দুর্বলতা থাকে। কর্মে পারদর্শী হন।