আজকের দিন– আজকের দিনটা সুখ-শান্তি মিশিয়ে মিশ্র ফল প্রদান করবে। আজ আপনি আপনার অজান্তেই কারও মনে দুঃখ দিয়ে ফেলতে পারেন। দিনের শেষে কেউ আপনাকে সাহায্য করতে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনও নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পারিবারিক দিক সামলানো একটু সমস্যা দেখা দিতে পারে। অযথা এমন জিনিসে মনোযোগ আসবে, যা আপনি কখনও চাননি।
এই বছর– এই বছর কোনও বড় মাপের টাকার লেনদেন হতে পারে, তবে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরিবার-সহ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। এই বছর কাজের জায়গাটা খুবই মসৃণ থাকবে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে বছরের শুরুতেই তা মিটে যাবে। নতুন বন্ধুত্ব করা থেকে দূরে থাকতে হবে। কোনও কাজে তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে সঠিক সিদ্ধান্ত নিন। খরচের হাত কমাতে না পারলে বছরের শুরুতে যেখানে দাঁড়িয়েছিলেন, বছরের শেষেও সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। মায়ের শরীরে সামান্য কোনও সমস্যা হলেও তাঁকে নিয়ে দ্রুত চিকিৎসালয়ে যান।
চরিত্র– এঁদের চরিত্র বেশ মজাদার হয়, এঁরা কখনও শান্ত আবার কখনও অশান্ত হয়ে পড়েন। এঁদের মেজাজ দ্রুত পাল্টে যায়। চিকিৎসক, বৈজ্ঞানিক, ওষুধের দোকানি হিসাবে এঁরা কর্মে উন্নতি করেন। ভাইবোনের সঙ্গে এঁদের খুব মিলমিশ থাকে। ঈশ্বরে ভক্তি হয় প্রবল। মায়ের প্রতি এঁদের দুর্বলতা থাকে। কর্মে পারদর্শী হন।