আজকের দিন- সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনও বিষয়ে চিন্তায় থাকবে। সকালের দিকে কারও সঙ্গে বিবাদ হতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাড়তি কোনও সমস্যা থেকে সাবধান থাকুন।
এই বছর- খুব দরকার না থাকলে, বাড়ি থেকে দূরে কোথাও না যাওয়াই ভাল। কোনও কারণে ভীত থাকতে পারেন। আর্থিক ব্যাপারে বিবাদ হতে পারে। ভাল সংবাদ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কোনও জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধুমহলে সুনাম বাড়তে পারে। বিবাহের ব্যাপারে আলোচনা করতে পারেন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে। চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি আসতে পারে।
চরিত্র– এঁরা খুবই সৎ হন। যে কোনও কাজ নিজের চেষ্টায় করতে সক্ষম হন। খুবই বিনয়ী হন। যৌথ ব্যবসা একেবারেই করতে পছন্দ করেন না। লেখাপড়ায় খুবই মনোযোগী হন। বন্ধুদের প্রতি একটু দুর্বল হন। মিথ্যাচার একেবারেই সহ্য করেন না।