আজকের দিন– কোনও বন্ধুর সুবাদে ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। কোনও বড় কারণে আর্থিক ক্ষতি হওয়ার যোগ। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন। বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।
এই বছর– মনে কোনও কারণে ভয় কাজ করতে পারে। ভাল কাজে যোগদান করতে পারবেন। মনে বিবিধ আশার উদয় হবে। ব্যবসায় ভাল ফল পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও কল্যাণকর কাজ সম্পন্ন হতে পারে। প্রেমের ব্যাপারে একটু বাধা আসতে পারে। পেটের সমস্যা হতে পারে। শরীরে জটিল রোগ বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বিবাদ।
চরিত্র- জাতকের স্বাস্থ্য ভাল। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্মপরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। এঁদের বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল।