আজকের দিন– মাথা ঠান্ডা রেখে চললে দিনটা খুব শান্তিপূর্ণ ভাবে কাটতে পারে। সন্ধ্যায় যে সকল কাজ সেরে নেওয়ার পরিকল্পনা ছিল, তা সকালের দিকেই সেরে ফেলুন। ব্যবসায় বেশ ভালই লাভ দেখা যাচ্ছে। বুদ্ধির জোরে বহু দূর এগোতে পারবেন। স্ত্রীর সঙ্গে বেশি তর্কে যাবেন না। গাড়ি নিয়ে বাইরে না যাওয়াই ভাল হবে।
এই বছর– বছরের শুরুতে কোনও পরিবর্তন দেখতে না পেলেও বছরের মধ্য ভাগের পর থেকে একটা ভাল পরিবর্তন লক্ষ করতে পারবেন। শরীর নিয়ে মাঝেমধ্যে ছোটখাটো কোনও সমস্যা হতে পারে। আর্থিক উন্নতি এবং সঞ্চয় ভাল হবে বলে মনে করা হচ্ছে। পারিবারিক দিকে মতানৈক্য থাকলেও, মিলমিশ ভাল থাকবে। কর্মে মনোযোগ দিতে হবে। খরচের হাত কমাতে হবে।
চরিত্র– এঁরা বেশ মিশুকে হন, মানুষের উপস্থিতি এঁদের বেশ পছন্দের হয়। কর্মে বিশেষ মনোযোগ থাকে। অন্যের সাফল্য দেখে নিজে আনন্দ উপভোগ করেন। চেহারা খুব একটা ভারি হয় না। স্বাধীন ভাবে ব্যবসা করতে এঁরা বেশি ভালবাসেন। পরিবারের জন্য খুবই শুভাকাঙ্ক্ষী হয়।