আজকের দিন– কোনও দামি জিনিস স্ত্রীকে না জানিয়ে কিনে ফেলায় অশান্তি শুরু হতে পারে। গান শুনতে খুব ইচ্ছা করবে। গুরুতর কোনও সমস্যা সারা দিন না থাকলেও, সন্ধ্যায় একটু সমস্যা হতে পারে। পাড়ার লোকের সঙ্গে কোনও জরুরি বিষয়ে আলোচনা করতে হতে পারে। জমি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। সন্তানদের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন।
এই বছর– এই বছর শরীর নিয়ে সামান্য দুর্ভোগ থাকতে পারে। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে চুরি হতে পারে, সাবধান থাকুন। প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে। বছরের মধ্য ভাগে আর্থিক চাপ বাড়তে পারে। কাজে সাফল্য পেতে দেরি হতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও নতুন খবর পেতে পারেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে।
চরিত্র- এমনিতে শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন। এঁরা দৃঢ়প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করেন। শৌখিন দ্রব্যের ব্যবসা করলে শুভ। চাকরিতেও বেশ উন্নতি লক্ষ করা যায়। ভ্রমণের জন্য সব সময় প্রস্তুত থাকেন। জীবনসঙ্গীর প্রতিও খুব বিশ্বাসী হন।