আজকের দিন- কাজের ভাল সুযোগ আসতে পারে, অলসতা একেবারে ঝেড়ে ফেলে দিন। মনে নানা ধরনের কুচিন্তার বসবাস হবে, যার কারণে মনোকষ্ট বৃদ্ধি পাবে। লটারি থেকে আয় হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। মায়ের সঙ্গে কথা বলায় পুরনো স্মৃতি ফেরত পাবেন। আপনি নিজের বাকপটুতায় অন্যের মন জয় করতে সক্ষম হবেন। প্রতিবেশীরা আপনাকে কোনও বিষয়ে উৎসাহ দিতে পারে।
এই বছর- শরীর নিয়ে খুব একটা দুর্ভোগ না থাকলেও, মানসিক দিক থেকে একটু উদ্বিগ্ন থাকবেন। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে, যা আপনার জন্য লাভদায়ক হবে। ব্যবসায় কর্মচারীর জন্য লাভ বৃদ্ধি পাবে। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন। প্রিয়জনের প্রতি ক্ষোভ বাড়তে পারে। বছরের মধ্য ভাগে আর্থিক চাপ বাড়তে পারে, যা শুরু এবং শেষে থাকবে না। কাজের সাফল্য পেতে দেরি হতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও নতুন খবর পেতে পারেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে।
চরিত্র- জাতক আনন্দপ্রিয় হন। স্বভাব-চরিত্র সহজে বোঝা যায় না, খুবই চাপা প্রকৃতির হন। ব্যবসায় উন্নতি করেন নিজের প্রচেষ্টায়। স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি। সকলের জন্য চিন্তা করেন, তবে নিজের স্বার্থ ভাল বোঝেন। মানসিক দ্বন্দ্বের জন্য প্রায়শই উন্নতি ব্যাহত হয়। বন্ধুদের বেশি বিশ্বাস করে ফেলেন।