আজকের দিন- প্রেমের সম্পর্কে সঙ্গী কথায় সন্তুষ্ট না-ও হতে পারেন। আর্থিক দিকে বেশ কিছুটা লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে রাতের দিকে বাইরে খাবারের পরিকল্পনা করতে পারেন। উত্তেজিত হয়ে কোনও কাজ করতে যাবেন না। অংশীদারি ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন। অফিসে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ঠান্ডার দেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।
এই বছর– এই বছর নিজেকে সব দিক থেকে পিছিয়ে মনে করলেও, বছরটা বেশ ভালই চলবে। দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। অতিথি নিয়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। নিজের বিষয়ে কারও কাছে জানতে যেতে পারেন। অফিসে বুদ্ধির ভুলে কোনও কাজ খারাপ হয়ে যেতে পারে। প্রেমের সঙ্গীকে নিয়ে বছরটা বেশ ভালই কাটবে।
চরিত্র– এঁরা বেশ নরম স্বভাবের হয়ে থাকেন। খুব সহজেই এঁরা অন্যের কথায় মত দিয়ে দেন। চাকরির প্রতি এঁদের একটু অনীহা থাকে, ব্যবসা এঁদের প্রিয় হয়। খুব ছোট বয়স থেকেই সঞ্চয় করতে পটু হয়। দাম্পত্যজীবন খুব সুখের হয়।