আজকের দিন- বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে চিন্তা। কোনও ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন। প্রেমে আনন্দ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে।
এই বছর- পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ধর্মীয় কাজে দান করতে ইচ্ছা করবে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ। প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে। অতিথির ব্যাপারে চাপ বাড়বে। ভূমি ক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে দুর্ভোগ। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।
চরিত্র- জাতকের স্বাস্থ্য ভাল, রোগব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্মপরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। জাতকের বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল।